সবচেয়ে জনপ্রিয় রোনালদো, মেসি ধারেকাছেও নেই: সেলুন মালিক সমিতি

৬২৩ পঠিত ... ১৭:৫৬, নভেম্বর ০২, ২০২০

জনপ্রিয়তার দৌঁড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো যোজন যোজন এগিয়ে মেসি থেকে। ফুটবলের GOAT খ্যাত মেসি গত ১০-১৫ বছর ধরেই পিছিয়ে আছেন আরেক সুপারস্টার রোনালদোর চেয়ে। বাংলাদেশ সেলুন মালিক সমিতির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

জরিপে দেখা যায়, দেশের প্রতি ৩ হাজার সেলুনের মধ্যে মাত্র একটি সেলুনে মেসির ছবি পাওয়া যায়। আর ৩ হাজারের সবগুলোতেই পাওয়া যায় রোনালদোর ছবি। মেসির ছবি যেখানে দেখা যায়, সেখানেও আসল কেস হলো দোকান মালিক মেসির ডাইহার্ড ফ্যান।

বাংলাদেশ সেলুন মালিক সমিতির কথা এই জনপ্রিয়তার লিস্টে সবার উপরেই আছে ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই আছেন হলিউডের নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও। তিন নাম্বার স্থানে আছেন অন্য ফুটবল তারকা পল পগবা। এমনকি নেইমারও রয়েছেন সেরা দশে। সেখানে মেসির অবস্থান শেষ থেকে দ্বিতীয়। একদম শেষে আছেন বাংলাদেশি টিকটক সুপারস্টার অফু ভাই। মেসির আগে আরো রয়েছেন রোনালদো লিমা, ডাচ ফুটবলার রোবেন ও জিদেনিন জিদানও।

সেলুন মালিক সমিতি থেকে জানানো হয়, এই তালিকায় গত ১০ বছর ধরেই অপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। তার কাছ থেকে কেউই শীর্ষস্থান দখল করতে পারেনি, ভবিষ্যতে পারবে না বলেও ধারণা করছেন সমিতি এক রোনালদো ফ্যান।

তবে কাটিং জনপ্রিয়তায় অন্যান্যদের চেয়ে এগিয়ে আছেন মেসি। সেলুন মালিক সমিতি থেকে জানানো হয়, 'কেউ যদি এসে কোন কাটিংয়ে নাম না বলে আমরা তাকে মেসি কাট দিয়ে দেই। এটা সহজ ও সাশ্রয়ী।'

৬২৩ পঠিত ... ১৭:৫৬, নভেম্বর ০২, ২০২০

Top