বার্তোমেউর পদত্যাগের খবর শুনে হো হো করে হাসলেন সালাউদ্দিন

৬৫৩ পঠিত ... ১৫:৫২, অক্টোবর ২৮, ২০২০

অনেক জল্পনা কল্পনার পর দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামেউ। বার্সেলোনা সমর্থক ও মেসি ফ্যানরা এতে বেশ খুশি। তবে বার্তামেউর এমন সরে দাঁড়ানোর খবরে হো হো করে হেসেছেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। একটি অনলাইন 'হা হা হি হি' সভার আয়োজনের মাধ্যমে পুরো বাফুফে ম্যানেজমেন্টকে নিয়ে সাথে নিয়েই এমনটা করলেন সালাউদ্দিন।

হো হো করে হাসার পাশাপাশি সভাটি থেকে বার্তামেউকে নির্বোধ, বোকা ও ভীতু বলেও আখ্যায়িত করেন কাজী সালাউদ্দিন।

সামান্য অনাস্থা ভোটের ভয়ে কেউ পদত্যাগ করে ফেলতে পারে এমনটা কোনভাবেই মেনে নিতে পারছেন না সালাউদ্দিন। তিনি বলেন, 'ভোট এখনো হয় নাই। হবে। তার আগেই এই অবস্থা! লোকটা এত ভীতু কেন!'

নিজের উদাহরণ টেনে সালাউদ্দিন বলেন, 'কত বড় আন্দোলনের মুখেও আমি দেশের ফুটবলের স্বার্থে নিজের পদ ধরে রেখেছি। পদত্যাগ তো দূরে থাক, পদত্যাগের ভাবনাও কোনদিন মাথায় আসেনি। দরকার হলে মেসি চলে যাবে। আপনি কেন পদত্যাগ করবেন?'

বার্তামেউর মতো ভীতু একজন লোক কীভাবে এতদিন বার্সেলোনা ক্লাব চালিয়েছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন সালাউদ্দিন। পক্ষান্তরে এও বলেন, 'এমন ভীতু ও আত্মবিশ্বাসহীন লোক সভাপতি না থাকাই ভালো। ফ্যানদের ভয়ে যে পদত্যাগ করতে পারে সে কোন সিদ্ধান্তই নিজের মতো করে নিতে পারবেনা।'

বার্তামেউর পদত্যাগে অবশ্য বাফুফের অন্যান্য কর্মকর্তারা কিছুটা খুশিই হয়েছেন। এমনই এক কর্মকর্তা বলেন, 'সারাবিশ্বে এতদিন দুজন শেইমলেস প্রেসিডেন্ট ছিলো। বার্তামেউর পদত্যাগে বিশ্বের একমাত্র ও সর্বশ্রেষ্ঠ শেইমলেস প্রেসিডেন্ট এখন কাজী ভাই।'

এই সময়ে অনুষ্ঠান স্থলে হো হো করে হাসার পাশাপাশি সালাউদ্দিন সাহেবকে অভিনন্দন জানানো হয়।

এদিকে নতুন সভাপতি নিয়ে বার্সেলোনাকে চিন্তামুক্ত থাকার পরামর্শও দেন সভার সালাউদ্দিন ফ্যান কর্মকর্তারা। বার্সেলোনার উদ্দেশ্যে তারা বলেন, 'সালাউদ্দিন ভাইকে নিয়োগ দিতে পারেন। এক সভাপতিতে জীবন পার। ফ্যানদের অনাস্থা, ভু দেয়া, আন্দোলন, হ্যাশট্যাগ চ্যালেঞ্জ, ঘূর্ণিঝড়, টর্নেডো, হারিকেন কোন কিছুই ভাইকে পদত্যাগ করাতে পারবে না।'

৬৫৩ পঠিত ... ১৫:৫২, অক্টোবর ২৮, ২০২০

Top