মোরগ ও ময়ূরের সমন্বয়ে নতুন প্রাণী আবিষ্কার করলেন পরীমনি

৬১৯১ পঠিত ... ০৭:১৮, অক্টোবর ২৭, ২০২০

গত অক্টোবরের ২৪ তারিখ ছিল পরীমনির জন্মদিন। এদিন একটি বর্ণাঢ্য প্রোগ্রামে ময়ূরের বেশে দেখা যায় তাকে। তবে ময়ূর-রূপ নেয়ার পাশাপাশি তিনি সেদিন জানান এক যুগান্তকারী আবিষ্কারের কথা। নতুন একটি প্রাণী আবিষ্কার করেছেন তিনি। প্রাণীটির নাম রেখেছেন 'ককপিক'।

নিজের আউটফিট সম্পর্কে জানতে চাইলে এক সাংবাদিককে তিনি এই প্রাণীটির নাম বলেন। ময়ূর নয়, 'ককপিক' নামের সেই প্রাণীটির সাজেই তিনি সেজেছেন বলে জানান।

নাম থেকেই পরিষ্কার, এটা মোরগ ও ময়ূরের সমন্বয়ে তৈরি এক প্রাণী। তবে এছাড়া এই প্রাণীটি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে এই প্রাণীর নামের উৎস সম্পর্কে অনেকেই বিভিন্ন ধারণার কথা জানিয়েছেন। একজন ইনবক্সবিজ্ঞানী জানান, 'সম্ভবত অন্যান্য সব নারী, বিশেষ করে নারী-তারকাদের মতোই পরিমনী ইনবক্সে একটা বিশেষ জিনিসের পিক মানে ছবি এত বেশি পান, সেখান থেকেই নতুন প্রাণীর এমন নাম রাখতে পারেন।'

প্রাণীবিজ্ঞানে এই আবিষ্কার হইচই ফেলবে কিনা তা এখনও পরিষ্কার হয়নি। তবে দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস এই নামটি পছন্দ করেননি। তার মতে এর নাম হওয়া উচিত- Cockpeacus Peaheninous.

৬১৯১ পঠিত ... ০৭:১৮, অক্টোবর ২৭, ২০২০

Top