অনলাইনে এডমিশন টেস্টে হেল্প করার জন্য বুয়েটের ভাইয়া সরবরাহ করবে কোচিং সেন্টার

৯৬৩ পঠিত ... ১৭:৩৬, অক্টোবর ২০, ২০২০

করোনার প্রাদূর্ভাবের কারণে একাডেমিক পরীক্ষা ও অ্যাডমিশন টেস্ট অনলাইনে নেয়া হবে কি না সে বিষয়ে নানান মহলে চলছে আলোচনা। এমন আলোচনার প্রেক্ষিতেই দেশের কোচিং সেন্টারগুলো নেয়া শুরু করেছে অনন্য সব উদ্যোগ। অ্যাডমিশন টেস্টের দিন পরীক্ষার্থীকে সাহায্য করার জন্য বুয়েটের মেধাবী ভাইয়াদেরকে সরবরাহের কথা ভাবছে কেউ কেউ।

পুরো প্রসেস সম্পর্কে জানাতে গিয়ে এমন একজন বলেন, 'পরীক্ষা হবে তাদের, উত্তর আমাদের সরবরাহ করা বুয়েটের ভাইয়াদের। পরীক্ষার আগে অর্ডার করলে পরীক্ষার দিন তারা বাসায় পৌঁছে যাবে। ক্যামেরার আড়ালে থেকে সরাসরি দিয়ে আসবে প্রশ্নের উত্তর।'

কোচিংয়ের নতুন এই সেবার নামও ঠিক করে ফেলেছেন অনেকে। 'ভাই ভাই রেন্ট এ ভাই' নামের এক প্রতিষ্ঠান বলেন, 'একজন পরীক্ষার্থী সর্বোচ্চ ৪ জন পন্ডিত ভাইয়া ভাড়া করতে পারবে।'

ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা হাদিয়াও নির্ধারণ করা থাকবে বলে জানান তিনি। তিনি বলেন, 'সিভিলের ভাইয়ার এক রেট, ম্যাকানিক্যালের ভাইয়ার আরেক রেট। তবে চাহিদা বেশি থাকায় ইলেক্ট্রিক্যালের ভাইয়াদের রেট থাকবে সবচেয়ে বেশি।'

প্রসেসকে আরো দ্রুতগামী করতে 'উন্মাদ কোচিং সেন্টার' এর এক কর্মকর্তা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসার কথাও বলেন। তিনি বলেন, 'আমাদের সরবরাহ করা বুয়েটের ভাইয়ারা ন্যানো সেকেন্ডের মধ্যে নির্ভুল উত্তর দিতে পারবে। কারণ, তুখোড় ভাইয়ারা শুধু মাত্র আমাদের হয়ে কাজ করছে।'

তবে শুধুমাত্র বুয়েটের ভাইয়াদের সরবরাহ করার খবরে ঢাবি, জাবি, জবির মেধাবী ভাইয়া/আপুদের হতাশ না হওয়ার অনুরোধ করেছেন তারা। চাহিদা বিবেচনায় তাদেরকেও পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হবে।

৯৬৩ পঠিত ... ১৭:৩৬, অক্টোবর ২০, ২০২০

Top