গণপিটুনির ফুটেজ গায়েব করে ফেলার অভিযোগে এবার সিসি ক্যামেরাকেই গ্রেফতার করছে পুলিশ

৩৫৭ পঠিত ... ২০:০৭, অক্টোবর ১৩, ২০২০

মাত্র ১০ হাজার টাকা চাঁদা দাবি মেটাতে না পারায় সিলেট বন্দরবাজার থানায় নির্যাতনে মৃত্যু ঘটে রায়হান নামের এক যুবকের। পুলিশের দাবি, গণপিটুনিতে আহত রায়হানকে হাসপাতালে নেয়ার পথেই রায়হান মারা যায়। কিন্তু পুলিশের দাবি করা স্থানের সিসিটিভি ফুটেজে গণপিটুনির কোন ঘটনাই খুঁজে পাওয়া যায়নি। স্বভাবতই অভিযোগের তীর পুলিশের দিকেই রয়ে যায়। তবে এমন অভিযোগ অস্বীকার করে পুলিশ সকল দোষ দিচ্ছেন সিসিটিভি ক্যামেরার উপুর। একটি সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে জানা যায়, সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগে পুলিশ সিসিটিভি ক্যামেরাকেই গ্রেফতার করছে।

এ বিষয়ে কথা বলতে এক অজ্ঞাত স্থান থেকে নিজের একটি ফেক আইডি দিয়ে আমাদের সাথে কথা বলেন অভিযুক্ত পুলিশ সদস্য আকবর। eআরকিকে তিনি বলেন, 'গণপিটুনির ফুটেজ তোলার কথা ছিলো সিসিটিভি ক্যামেরার। সিসিটিভি ক্যামেরা ফুটেজ তুলতে পারেনি, এ দোষতো আমাদের না।'
 
সিসিটিভির ক্যামেরার উপর দায়িত্বে অবহেলা ও প্রমাণ লোপাটের অভিযোগও আনেন তিনি। তিনি বলেন, 'সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই তখন নিজের দায়িত্ব পালন না করে ঘুমাচ্ছে।'
 
'ঘুমালেও তো তার ক্যামেরা অন থাকার কথা, সে তো আর পুলিশ না!' আমাদের এমন প্রশ্নে আকবর বলেন, 'আরেহ ভাই, একটা জিনিস বুঝেন। আমরা যে স্থানের কথা বলেছি সেখানে না হয় গণপিটুনি হয়নি। কিন্তু দেশে কি এমন কোন জায়গা নেই, যেখানে গণপিটুনি হয়েছে। শালারপুতের ক্যামেরা চেগায়া বসে না থেকে ওখানে গিয়ে ফুটেজ আনতে পারে নাই?'
 
ক্যামেরাকে কঠিন বাঁশ ডলা দিলেই গড়গড় করে সব বলে দিবে, এমনটা দাবি করে আকবর বলেন, 'পুলিশ যেহেতু একবার বলে দিছে গণপিটুনি হইছে, তার মানে ধরে নেন হইছে! ক্যামেরার লেন্স দিয়া ক্যামনে কী বাহির করতে হয় ওইটা ডিমের উপর ছেড়ে দেন।'
৩৫৭ পঠিত ... ২০:০৭, অক্টোবর ১৩, ২০২০

Top