ফেসবুকে মুক্তি পেলো অনন্ত জলিলের 'নিঃস্বার্থ ভিকটিম ব্লেইমিং: হোয়াট ইজ রেপ?'

৮৭০ পঠিত ... ১৭:৫১, অক্টোবর ১১, ২০২০

অনন্ত জলিলের রিয়াল লাইফ ও রিল লাইফ নায়িকা বর্ষার পেজ থেকে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে অনন্ত জলিল ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করে খুবই নিঃস্বার্থভাবে ভিকটিম ব্লেইমিং করেন। তিনি মেয়েদেরকে শালীন পোশাক পরার উপদেশ দেন। মেয়েদের উদ্দেশে তিনি যা বলেন তার ভাবার্থ দাঁড়ায়, 'ওয়েস্টার্ন মডেল, নায়িকাদের দেখে আপনারা ওয়েস্টার্ন পোশাক পরেন! ভাবেন, আপনারা মডার্ন। এইগুলা মডার্ন না বোন। আপনাদের এইসব ওয়েস্টার্ন অশালীন পোশাকের কারণে আপনাদের ফিগার দেখে ধর্ষকরা ধর্ষণ করতে উদ্বুদ্ধ হয়।'

যেখানে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনে ভিকটিম ব্লেইমিংয়ের বিপক্ষে সবাই সোচ্চার, সেখানে অনন্ত জলিল এই ধরনের কথা বলে যেন যেচে পড়ে ধর্ষণ সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করলেন।

এ ব্যাপারে অনন্ত জলিলের সিনেমার নিয়মিত এক দর্শক বলেন, 'ভাই আপনি নিজের সিনেমাগুলা কি দেখছেন? যদি আপনার কথাই ঠিক হয়, তাহলে তো আপনার সিনেমাগুলোই দেশে অনেক অনেক ধর্ষক তৈরি করতে অন্যতম ভূমিকা রেখেছে।'

আরেক দর্শক বলেন, 'অনন্ত জলিলের বাজে সিনেমাগুলাও হলে যায়া দেইখা বিনোদন পাইসি। কিন্তু আজকে ফেসবুকে যেইটা দেখলাম, এত জঘন্য তো নিঃস্বার্থ ভালোবাসাও ছিল না।'

একজন নারী মন্তব্য করেন, 'জলিল বললেন, ভাই হিসাবে পরামর্শ দিচ্ছেন। ভাই, আপনার মতো ভাইদের কারণেই মেয়েরা ভিকটিম হয়েও বিচার পায় না, ঘরে বাইরে কোথাও নিরাপদ ফিল করে না।'

সিনেমার মতোই ধর্ষণ সম্পর্কেও অনন্ত জলিলের অসম্ভব পর্যায়ের অজ্ঞতা রয়েছে, এমনটা দাবি করে এক ফিল্ম ক্রিটিক বলেন, 'ধর্ষণের জন্য ভিকটিমকে দোষ দেয়া কোনো সুস্থ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। কিন্তু অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ।'

৮৭০ পঠিত ... ১৭:৫১, অক্টোবর ১১, ২০২০

Top