ফেল করার প্রথা উঠে যাওয়ায় আবেগে কেঁদে ফেললেন আদু ভাই

৮৭০ পঠিত ... ১৬:৪২, অক্টোবর ০৮, ২০২০

 

পরীক্ষা ছাড়াই পাস করিয়ে দেয়া হবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের। সরকারের এমন সিদ্ধান্তের সাথে সাথে নিজেদের সমাপ্তিও দেখা হয়ে গেলো এই প্রজন্মের আদু ভাইদের। আর ফেল করতে পারবেন না, এমন ভাবনায় আবেগে কেঁদেই ফেললেন আদু ভাই।

নির্বাক চোখে অশ্রু গড়ানো আদু ভাই এইচএসসি প্রবেশপত্রে হাত বুলাতে বুলাতে বলেন, 'আর পরীক্ষা দেয়া হবে না। ফেল করতে পারবো তো? এমন চিন্তায় মানসিক অস্থিরতায় ভোগা হবে না। মেনেই নিতে পারছি না। ফেল করাকে নিজের অস্তিত্বে জড়িয়ে ফেলা আমরা কীভাবে এমন শোক মেনে নিবো!' এটুকু বলেই আবারো আবেগে কেঁদে উঠলেন জনৈক আদু ভাই।

নিজেকে সামলে তিনি সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, 'যারা পাস করার তারা তো পাস করেই ফেলবে। আমরা যারা ফেল করার জন্য পরীক্ষা দিতাম আমাদের কী হবে! সরকারের আমাদের জন্য কেন কোন ব্যবস্থা রাখেনি! আদু ভাই বলেকি আমাদের ফেল করার অধিকার ক্ষুণ্ণ করবে তারা?'

নিয়তি মেনে নিয়ে নিজেদের কষ্টের কথা ভুলে এই প্রজন্মের আদু ভাইরা সামনের প্রজন্মের আদু ভাইদের জন্য শুভকামনা জানান। সামনের প্রজন্মের আদু ভাইদের মাথায় হাত বুলাতে বুলাতে তারা বলেন, 'দোয়া করি। তোরা আমাদের চেয়েও অনেক দূর এগিয়ে যা। তোদের জীবনে যেন ২০২০ সালের মতো এমন অন্ধকার দিন না আসে।'

৮৭০ পঠিত ... ১৬:৪২, অক্টোবর ০৮, ২০২০

Top