ফেসবুকে ছড়িয়ে পড়েছে ফেসবুক প্রথম পত্র বিষয়ের কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন

১৫৭৩ পঠিত ... ১৫:৪১, অক্টোবর ০৮, ২০২০

ফেসবুক গতকাল থেকেই ছড়িয়ে পড়েছে কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন। প্রশ্নের ধরণ থেকে এই প্রশ্নকে ফেসবুক প্রথম পত্র বলেও ধারণা করছেন অনেকে। রিজেন্ট, সাহেদ, ইতালিয়ান পাসপোর্টধারী, সাবরিনা, জেকেজি, স্বাস্থ্যমন্ত্রী নামক গদ্য, পদ্য, উপন্যাস, মহাকাব্য অবলম্বনে তৈরি করা এই প্রশ্নপত্রে এমনটাই ধারণা করার কথা।

সাম্প্রতিক ফেসবুক ভাইরাল টপিক নিয়ে এমন প্রশ্নপত্র কেন তৈরি হয়েছে? এমন কৌতুহল থেকে বায়োতে ওয়ার্কস এট ফেসবুক লেখা এক বাংলাদেশি ফেসবুকারের শরণাপন্ন হই আমরা। তিনি আমাদেরকে জানান, 'ফেসবুক বাংলাদেশ থেকে লোক নিয়োগ দিবে। এই প্রশ্নগুলো তারই সাজেশন। ফেসবুকে কর্মরত হিসেবে আমরাই এই সাজেশন বানিয়েছি।'

ফেসবুকে কাজ করতে চাইলে, বায়োতে 'ওয়ার্কস এট ফেসবুক' লিখতে চাইলে এই প্রশ্নপত্রে সর্বোচ্চ মার্ক পেতে হবে বলেও জানান তারা।'

তাই আর দেরি না করে ফেসবুকে চাকরি করতে চাইলে ফেসবুক প্রথম পত্রের এই প্রশ্নপত্রগুলো ঝটপট দেখে দিন।

 

১#

 

২#

 

৩#

 

৪#

১৫৭৩ পঠিত ... ১৫:৪১, অক্টোবর ০৮, ২০২০

Top