এইচএসসি রেজাল্টের পর মেয়েদের ছবি তুলতে না পারায় ডিপ্রেশনে প্রথম আলোর ফটোগ্রাফার

১০৭৮ পঠিত ... ১৫:৪০, অক্টোবর ০৮, ২০২০

এইচএসসি রেজাল্টের দিন ক্যাম্পাসে নেই ভিকারুননিসা ও হলিক্রস কলেজের ছাত্রীরা। ভি সাইন দেখিয়ে দলবেঁধে উল্লাসও করছে না কেউ। দেশের কোনো গার্লস কলেজেই প্রথম আলোর ফটোগ্রাফাররা তুলতে পারেননি এমন কোনো ছবি। আর তাই তো বিষণ্ণতায় মোড়া অন্ধকার এক দিনের শেষে ডিপ্রেশনে চলে গেলেন প্রথম আলোর ফটোগ্রাফাররা।

শুধু প্রথম আলো নয়, সবকটি জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের ফটোগ্রাফাররাই রেজাল্টের পর থেকে কারও সাথে কথা বলছেন না, নিজেকে আটকে রেখেছেন অন্ধকার রুমে। বিষণ্ণতার এক অচেনা গহ্বরে হারিয়ে গেছেন তারা।

ডিপ্রেশন সহ্য করতে না পেরে অনেকে নিজের ক্যামেরা বুড়িগঙ্গায় ফেলে দেয়ার সিদ্ধান্তও নিয়েছেন। এমনই একজন বলেন, 'ক্যামেরার দিকে তাকালেই বুকটা হাহাকার করে উঠে। যে ক্যামেরায় এ বছর ভিকারুননিসা, হলিক্রসের মেয়েদের ছবি উঠবে না, সেই ক্যামেরা আমার না।'

এ পর্যায়ে '২০২০ সালের কুফা কবে যে কাটবে' বলে তিনি হতাশায় আর্তনাদ করে ওঠেন।

অনেকে বলছেন, ফটোগ্রাফি ক্যারিয়ারে এমন অন্ধকার সময় আসেনি। মাত্র এক বছরে দুইটা অর্জন থেকে পিছিয়ে পড়েছেন তারা। ফটোজার্নালিজম ক্যারিয়ারের জন্য এ এক বিশাল লোকসান বলেও মত দেন অনেকে।

জানা গেছে, ফটোগ্রাফাররা সবাই দল বেঁধে ভিকারুননিসা ও হলিক্রস কলেজের কর্তৃপক্ষের কাছে শুধু ছবি তোলার জন্য শ্যাডো এক্সাম ও শ্যাডো রেজাল্ট উল্লাসে আয়োজনের অনুরোধও করবেন।

তবে বিভিন্ন কলেজের ছাত্রদের এতে খুশি হওয়ার কথা থাকলেও তারা প্রথম আলোর ফটোগ্রাফারের সাথে সমানতালে হতাশ। প্রথম আলোর ফটোগ্রাফারের জন্য একটা 'মুভ অন' প্রোগ্রামের আয়োজন করবেন বলেও জানান ছাত্ররা। পাশাপাশি ফটোগ্রাফারদের পরামর্শ দিয়ে তারা বলেন, 'গত বছরের ছবি দিয়ে দিয়েন। সেই একই পোজ, একই ড্রেসই তো!'

১০৭৮ পঠিত ... ১৫:৪০, অক্টোবর ০৮, ২০২০

Top