অতীতে ফিরে জেএসএসসি পরীক্ষা আবার দিয়ে আসতে টাইম মেশিন আবিষ্কার করলেন এইচএসসি পরীক্ষার্থী

২৪৪ পঠিত ... ১৩:০৫, অক্টোবর ০৮, ২০২০

 

এসএসসি ও জেএসসির পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেই দেয়া হবে এইচএসসির ফলাফল। এমন সিদ্ধান্তে নৌকা বানাতে চাওয়া জেএসসি পরীক্ষার সার্টিফিকেটই হয়ে উঠলো গুরুত্বপূর্ণ।

শিক্ষাজীবনে জেএসসিকে তেমন গুরুত্ব না দেয়া শিক্ষার্থীরাই এবার আবিষ্কার করে ফেললেন টাইম মেশিন। টাইম মেশিনে চড়ে অনেকেই ভালো ফলাফলের আশায় জেএসসি পরীক্ষা দিয়ে আসছেন।
 
অতীতে গিয়ে জেএসসি পরীক্ষা দেয়া এক শিক্ষার্থীর কাছে 'পরীক্ষা কেমন দিলেন?' জানতে চাইলে তিনি বলেন, 'কেমিস্ট্রি পরীক্ষাটা জোস দিছি। ওইটায় পুরা বোর্ডে হাইয়েস্ট পাবো।'
 
খুশিতে আটখানা হয়ে ব্যবসা শিক্ষার এক শিক্ষার্থী বলেন, এবার এক চান্সে হিসেব বিজ্ঞানের দুইপাশের হিসেব মিলে গেছে ভাই!
 
কিন্তু জেএসসিতে তো কেমিস্ট্রি, হিসাব বিজ্ঞান আদৌ ছিল না, এই তথ্য জানানোর পর আঁতকে উঠে তারা বলেন, 'ওহ শিট! কোন পরীক্ষার খাতায় ভুলে কেমিস্ট্রি, হিসাব বিজ্ঞান এন্সার লিখলাম! ভুলে এসএসসি পরীক্ষা দিয়ে আসছি। দাঁড়ান এক মিনিট...' এই বলে তিনি আবারও একবার অতীত থেকে ঘুরে আসেন।
 
তবে এইচএসসি পরীক্ষা হবে না জেনে স্বস্তি প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, 'হইলে শিওর ফিজিক্সে ফেল করতাম।'
২৪৪ পঠিত ... ১৩:০৫, অক্টোবর ০৮, ২০২০

Top