এইচএসসি পরীক্ষা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত চলে আসায় হতাশায় মুষড়ে পড়েছে সময় টিভি

১১৯৬ পঠিত ... ১৫:৪৩, অক্টোবর ০৭, ২০২০

 

অতঃপর প্রকাশিত হলো 'এইচএসসি রেজাল্ট'! শিক্ষামন্ত্রী দিপুমনি জানিয়েছেন, এ বছর এইচএসসি পরীক্ষা হবে না। জেএসসি ও এসএসসি এর ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত এইচএসসি পরীক্ষার্থীদের অনেকে চিন্তামুক্ত হলেও হতাশায় মুষড়ে পড়ে একদম মাটির সাথে মিশে গেছে সময় টিভি।

'এইচএসসি পরীক্ষা নিয়ে সময় টিভির পোর্টাল ও ফেসবুক পেজে চলমান থ্রিলার, সাসপেন্স, বুকে কামড় নিয়ে আসা জনরার সিরিয়ালটি এভাবে আচমকা বন্ধ হয়ে গেছে। হতাশ হওয়াটাই স্বাভাবিক।' এমনটা জানালেন সময় টিভিতে কর্মরত না এমন এক কর্মকর্তা।

কিছু কিছু অ্যাডভেঞ্চার, সাসপেন্সপ্রিয় শিক্ষার্থী যদিও সময় টিভির সাথে সমানতালে হতাশ হয়েছে। এমনই একজন বলেন, 'সময় টিভি এইচএসসি পরীক্ষা নিয়ে একদম রিয়েল লাইফ থ্রিলের ফিল দিছিলো। সিরিয়ালটির প্রেমে পড়ে গিয়েছিলাম। এভাবে বন্ধ হয়ে যাওয়ায় হতাশ লাগছে।'

দুর্বলচিত্তের শিক্ষার্থীরা অবশ্য খুশি হয়েছে। অনেকে প্রতিশোধের আরাম পাচ্ছেন বলেও জানান আমাদের। সময় টিভির এই সিরিয়াল বন্ধ হওয়ায় মিষ্টি বিতরণ করার মাধ্যমে এই শিক্ষার্থীরা জানান, 'এতদিন আমাদের বুকে ব্যথা তুলেছে, সিরিয়াল বন্ধ হওয়ায় এবার নিজেদের বুকে ব্যথা সামলাক পারলে।'

যদিও সময় টিভির এক ফেক ফেসবুক থেকে জানানো হয়, দুয়েকদিনের মধ্যেই তারা 'অ্যাডমিশন টেস্ট' নতুন একটি থ্রিলার সিরিয়াল নিয়ে হাজির হবেন। ২০২০ এর এইচএসসি ব্যাচের 'জীবন মানে সময় টিভি' করেই ছাড়বেন তারা।'

১১৯৬ পঠিত ... ১৫:৪৩, অক্টোবর ০৭, ২০২০

Top