কাজী সালাউদ্দিনকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে চায় ফেভিকল

৪৯৬ পঠিত ... ১৭:৫৪, অক্টোবর ০৪, ২০২০

নানান বিতর্কের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি এমনভাবে বাফুফেকে আঁকড়ে ধরেছেন, যেন ফেভিকলের মজবুত জোড়াও হার মেনে যায়। সালাউদ্দিনের এমন আঁকড়ে ধরার দক্ষতার জন্য বিশ্ববিখ্যাত গাম নির্মাতা প্রতিষ্ঠান ফেভিকল নিজেদের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিতে চান কাজী সালাউদ্দিনকে।

ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর বানানোর জন্য সালাউদ্দিনের মতো জীবন্ত গামই খুঁজতেছি, এমনটা জানিয়ে ফেভিকলের এক কর্মকর্তা eআরকিকে বলেন, 'সালাউদ্দিন ফেভিকলের চেয়েও মজবুত, টেকশই। সে ফেভিকলের চেয়েও বেশি ফেভিকল। ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সেই পারফেক্ট।'

সালাউদ্দিন রাজি থাকলে ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর বানানোর পাশাপাশি তার নির্যাস দিয়ে আলাদা ধরণের বেশি মজবুত গাম প্রস্তুত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ফেভিকল। প্রোডাকশন বিভাগের এক কর্মকর্তা জানান, 'সাধারণত ফেভিকল ৫-১০ বছর টিকে। কিন্তু সালাউদ্দিনের ভেতর যে গাম আছে, তার নির্যাস দিয়ে গাম বানাতে পারলে একদম আজীবন মেয়াদ। গামের বাজারই আমাদের হয়ে যাবে।'

সালাউদ্দিন ছাড়াও বাংলাদেশি আরো কিছু গাম ব্র‍্যান্ডের প্রশংসা করেন ফেভিকল। ভবিষ্যতে তাদেরও কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করে এক কর্মকর্তা জানান, 'সালাউদ্দিন ছাড়াও তাসকিম এ খান সহ আরো বেশকিছু কর্তাব্যক্তি নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমাদের।'

৪৯৬ পঠিত ... ১৭:৫৪, অক্টোবর ০৪, ২০২০

Top