বয়ফ্রেন্ড দিবসের শুভেচ্ছা না জানানোয় প্রেমিকের সাথে ব্রেকআপ করলো মালিবাগের তানিয়া

৬৩৩ পঠিত ... ২১:২৯, অক্টোবর ০৩, ২০২০

আজ বয়ফ্রেন্ড দিবস। সাধারণত সব দিবসের তারিখ মনে রাখা থেকে প্রথম প্রহরে শুভেচ্ছা জানানোর দায়িত্ব বয়ফ্রেন্ডদের কাঁধে থাকলেও বয়ফ্রেন্ড দিবসে একটু ভিন্নতা আশা করেছিলো বয়ফ্রেন্ড সমাজ। তারা ভেবেছিলো, গার্লফ্রেন্ডরাই জানাবে বয়ফ্রেন্ড দিবসের শুভেচ্ছা। কিন্তু বয়ফ্রেন্ডদের হতাশ করে হয়েছে তাদের ভাবনার উল্টোটা। ইতোমধ্যে বয়ফ্রেন্ড দিবসের শুভেচ্ছা না জানানোর কারণে চারপাশে থেকে অগণিত ব্রেকআপের খবর পাওয়া যাচ্ছে।

তাদের মধ্যে একজন মালিবাগের তানিয়া। জানা গেছে ১২ টায় শুভেচ্ছা না জানানোয় ১২টা ৩০ সেকেন্ডেই সম্পর্কের ইতি টেনে ব্রেকআপ করে ফেলেছেন তিনি।

ভুক্তভোগী বয়ফ্রেন্ড তারেক অবশ্য এই ব্রেকাপকে স্বৈরাচারী আচরণ বলে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, 'সব দিবসে তো আমিই শুভেচ্ছা জানাই। এই দিবসটা তো আমার, শুভেচ্ছা জানাবে আমাকে। আমি সারাটা দিন সারপ্রাইজের আশায় বসে ছিলাম। কিন্তু এ কেমন সারপ্রাইজ!'

বয়ফ্রেন্ড দিবসে শুভেচ্ছা না জানানোর অজুহাতে তানিয়ার ব্রেকআপ করার কোন অধিকার নেই বলেও জানান তারেক। তার ব্রেকআপ করার অধিকারও ক্ষুণ্ণ করা হয়েছে, এমন অভিযোগ তুলে তারেক বলেন, 'আমার সাথে হওয়া অন্যায়ের ফলে ব্রেকাপটাও আমি করতে পারলাম না। আমি আবার আমার রিলেশন ফিরে চাই। ফিরে পেয়েই ব্রেকআপ করতে চাই। এতদিন পর ওর সাথে একটা ব্রেকআপের সুযোগ পেলাম, তাও আমার আগেই ও...'

সকল অভিযোগকে নাকোচ করে দিয়ে তানিয়া বলেন, 'দিবস মানে শুভেচ্ছা জানানোর দায়িত্ব তার। সেটা বয়ফ্রেন্ড দিবস হোক, পুরুষ দিবস হোক কিংবা কিংবা ওর জন্মদিন হোক। তাছাড়া ওয় যে বলদের বলদ, বয়ফ্রেন্ড দিবসের কথ ওর মনেই নাই। এখন আসছে নাটক করতে।'

এই ব্রেকআপের পর মুভ অন করতে চট্টগ্রাম চলে যাওয়ার কথাও জানান তানিয়া। সেখানে তিনি জাস্টফ্রেন্ড শরিফের সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিভেটিং সোসাইটিতে যোগ দিবেন।

 

৬৩৩ পঠিত ... ২১:২৯, অক্টোবর ০৩, ২০২০

Top