ট্রাম্প-মেলানিয়ার করোনা আক্রান্ত হওয়া কি সুসংবাদ না দুঃসংবাদ?

২৯৮ পঠিত ... ১৫:৩২, অক্টোবর ০২, ২০২০

সস্ত্রীক কোভিডে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁরা দুজনেই কোয়ারেন্টিনে রয়েছেন। ট্রাম্প এক টুইটে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

মাস্ক পরতে অস্বীকৃতি জানানো, মাস্ক পরার বিরুদ্ধে আন্দোলনকারীদের সমর্থন দেয়াসহ অনেকটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মতোই করোনাকে পাত্তা দিচ্ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। তাই ট্রাম্প-মেলানিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবরটি কি দুঃসংবাদ না সুসংবাদ, বুঝতে পারছে না কেউই।

তবে ডোনাল্ড ট্রাম্প আপাতত কোয়ারেন্টাইনে থাকবেন এবং এদিক ওদিক ঘুরে বেড়িয়ে বিভিন্ন স্টুপিড মন্তব্য করবেন না, এই ব্যাপারটাকে সুসংবাদ হিসেবে নিয়েছেন হোয়াইট হাউজের কিছু কর্মকর্তা।

এ ব্যাপারে এক বাংলাদেশির মন্তব্য, 'সুসংবাদ না দুঃসংবাদ তা নির্ভর করছে ট্রাম্প সুস্থ হবেন না কিনা তার উপর। সুস্থ না হইলে অবশ্যই সুসংবাদ। কিন্তু যদি সুস্থ হন, করোনাজয়ী হিসেবে খুব ভাব নিয়ে করোনা যে আসলে তেমন কোনো ভাইরাস না, এই নিয়ে আরও হম্বিতম্বি করবেন। তখন বলা যাইতে পারে, এটা আসলে দুঃসংবাদ।

একজন আমেরিকান জানান, 'আমি মেলানিয়ার জন্য প্রার্থনা করছি। তার করোনা হয়েছে সেজন্য নয়, ট্রাম্পের সাথে দুই সপ্তাহ লকড আপ থাকতে হবে সেজন্য। ঈশ্বরের কৃপায় তিনি যেন এই কঠিন পথ পাড়ি দিতে পারেন।'

২৯৮ পঠিত ... ১৫:৩২, অক্টোবর ০২, ২০২০

Top