আমি যদি ছেড়ে যাই, বিএনপি থাকবে না: হাছান মাহমুদ

৭৪১ পঠিত ... ১৫:৪৯, অক্টোবর ০১, ২০২০

দেশের ফুটবল প্রেমিরা বাফুফে থেকে কাজি সালাউদ্দিনকে সরানোর দাবি তুলে আসছে অনেকদিন ধরেই। বাফুফে নির্বাচনকে সামনে রেখে প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে সভাপতি কাজি সালাউদ্দিন এই বিষয়ে বলেন, 'আমি যদি ছেড়ে যাই, ফুটবল থাকবে না।'
এই খবর শোনার পরে বিএনপি বিষয়কমন্ত্রী হিসেবে খ্যাত হাছান মাহমুদও বিএনপির টিকে থাকায় নিজের অবদানের কথা মনে করিয়ে দেন। নিজের একটি ফেক আইডি থেকে সেভ বিএনপি হ্যাশট্যাগের সাথে ভি সাইন দেখানো একটি ছবি আপলোড করে তিনি বলেন, 'আমি যদি ছেড়ে যাই, বিএনপি থাকবে না।'
 
এরপর গত ১৪ বছর ধরে দেশের মানুষের মন থেকে বিএনপি নামটা মুছে না যাওয়ার জন্য নিজের করা প্রতিটি মন্তব্যের স্ক্রিনশট, সংবাদের লিংক দিয়ে হাছান মাহমুদ বলেন, 'আত্তুন ফমান আছে।'
কাজি সালাউদ্দিনের কথা দেশের মানুষ বিশ্বাস না করলেও হাছান মাহমুদের কথা বিশ্বাস করেছেন সবাই। গত ১৪ বছর ধর বর্তমান সরকারের সমান্তরালে বিএনপিকে বহন করে আনার প্রশংসায় ভরে যায় পোস্টের কমেন্টবক্স। সরকারি দলে থেকেও বিরোধীদলকে এভাবে টেনে আনার নজির পৃথিবীর আর কোথাও নেই বলেও মন্তব্য দেন অনেকে। হাছান মাহমুদের এমন কাজ দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে নিচ্ছে বলেও মত দেন অনেকে।
 
এদিকে ওই পোস্টে মির্জা ফখরুল ইসলামের একটি ফেক আইডি থেকে 'পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই, ভালোবাসা নিবেন' লিখে কমেন্ট করেন। কৃতজ্ঞতা স্বরূপ মির্জা ফখরুল হাছান মাহমুদকে বিএনপির মহাসচিবের পদ অলংকৃত করার জন্যও অনুরোধ করেন।
 
এই কমেন্টের রিপ্লাইতে হাছান মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় এভাবে ফেসবুকের ইন্ডুভিজ্যুয়াল কমেন্টের রিপ্লাই দেয়া যেতো না।
৭৪১ পঠিত ... ১৫:৪৯, অক্টোবর ০১, ২০২০

Top