বাধা না দিলে এই বছরের মধ্যেই আমি ১ নাম্বার হতে পারতাম: বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ড্রাইভার আবদুল মালেক

৯৮০ পঠিত ... ২১:০৬, সেপ্টেম্বর ২৪, ২০২০

বিশ্বের শীর্ষ ধনী ড্রাইভারের তালিকায় ২০০ মিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে ৩ নাম্বারে আছে বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সাবেক ডিজির ড্রাইভার আবদুল মালেক। ৭৯০ মিলিয়ন পরিমাণ সম্পদ নিয়ে শীর্ষে আছেন ফর্মুলা ওয়ান রেসার মাইকেল শুমাখার, লুইস হ্যামিলটল ২৮০ মিলিয়ন ডলার পরিমাণ সম্পদ নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে।

তবে নিজের সুষম গতিতে স্পিড বেকার না পড়লে এই বছরের মধ্যেই শুমাখার ও হ্যামিলটনকে পেছনে ফেলে শীর্ষ স্থানে চলে আসতেন বলে জানিয়েছেন বাংলাদেশি আবদুল মালেক। তিনি বলেন,  'মাইকেল শুমাখার ও হ্যামিলটন দুজনই অবসরে, আমার ক্যারিয়ারতো রানিং ছিলো। তাছাড়া আমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কাজ করার সুযোগ করে রেখেছিলাম। বাধা না পেলে এদেরকে তো পেছনে ফেলতামই, এরপর আর কেউ আমাকে ছুঁতেই পারতো না।'

শীর্ষস্থানে আসতে না পারার জন্য বাংলাদেশিদের হিংসাত্মক মনোভাবকে দায়ী করেছেন আবদুল মালেক। তিনি বলেন, 'কেউ উপরে উঠতে চাইলে পা ধরে নিচে নামানোতো বাঙালির পুরোনো অভ্যাস। আমার ক্ষেত্রেও তাই হইছে।'

বাঙালিকে বোকা বলেও আখ্যা দেন তিনি। তিনি বলেন, 'আজ যদি আমি এক নাম্বারে আসতাম তাহলে গর্বটা কার হতো? বাংলাদেশেরইতো। বিশ্বের দরবারে বাংলাদেশকে, বাংলাদেশের ড্রাইভিং পেশাকে রিপ্রেজেন্ট করতাম। বোকা বাঙালিতো আমাকে সে সুযোগ দিলো না।'

ডিজি পরিবর্তন হওয়ায় কিছুটা আফসোস করে আবদুল মালেক বলেন, 'ডিজি স্যার চলে যাওয়ায় ধাক্কা খাইছি একটা। নইলে এই কয় মাসেই এক নাম্বারে চলে আসতাম। নতুন ডিজিকে লাইনে আনার টাইম পাইলেতো হইছিলোই কাম!'

৯৮০ পঠিত ... ২১:০৬, সেপ্টেম্বর ২৪, ২০২০

Top