ড্রাইভার, পিয়ন ও পরিচালকদের জন্য দুর্নীতির অনুমোদিত সীমা নির্ধারণ করার দাবী

৪৮৫ পঠিত ... ১৪:০৭, সেপ্টেম্বর ২২, ২০২০

প্রতিবারই শত কোটি টাকা দুর্নীতি করা ড্রাইভার, পিয়নরা আলোচনায় আসলে পরিচালক, চেয়ারম্যান, এমডি পর্যায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা বেশ বিপাকে পড়ে যায়। স্বাস্থ্য অধিদফতরের ডিজির ড্রাইভার আবদুল মালেকের শত কোটি টাকার খোঁজ মেলার পরও তার ব্যতিক্রম হয়নি।
 
জব্বার নামের স্বাস্থ্য অধিদফতরের এক প্রথম শ্রেণীর কর্মকর্তাকে বাসা থেকেই বের করে দিয়েছে তার বউ। অভিযোগ করে জব্বারের বউ বলেন, আবদুল মালেক ড্রাইভার হয়েও এত এত ফ্ল্যাট, জমি, গাড়ি আর শত কোটি টাকার মালিক। আর আমার বলদা জামাই প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েও মাত্র গুলশানের ৩ টা বাড়ি আর ব্যাংকে মাত্র ১০ কোটি টাকা। দুইদিন ধরে লজ্জায় আত্মীয় স্বজনদের মুখ দেখাতে পারছি না।
 
নাম প্রকাশে অনিচ্ছুক করিম নামের অন্য এক প্রথম কর্মকর্তাকে তো বাসা থেকে প্রথম শ্রেণীর চাকরি ছেড়ে ড্রাইভার, পিয়নের চাকরি নেয়ার জন্য চাপ দিচ্ছে!
 
দেশের বেশিরভাগ সরকারি অফিসাররা এমন অপমান, অপদস্থময় জীবনযাপন করছেন। আবদুল মালেকের চেয়ে কম দুর্নীতি করতে পারায় বাসা থেকে, অকর্মা, বলদ, হাবা, নির্বোধসহ নানাবিধ উপাধি পাচ্ছেন অনেকে।
 
এমন কঠিন পরিস্থিতির প্রেক্ষিতে দেশের সরকারি কর্মকর্তাদের একটি জোট, চাকরির শ্রেণি ভেদে দুর্নীতির মাত্রা নির্ধারণের দাবি তুলেছে। দুর্নীতি করার একটা নীতিমালাও চান তারা। সরকারের উদ্দেশ্যে প্রস্তাবিত এক নীতিমালায় তারা বলেন, এমডি, পরিচালক, ড্রাইভার, পিয়ন সবার বেতন স্কেল যেমন আলাদা, দুর্নীতির স্কেলও হবে আলাদা। কোন কাজেই তারা পরিচালকের চেয়ে বা তার উপরের স্কেলের কর্মকর্তার চেয়ে বেশি দুর্নীতি করতে পারবেনা। আত্মীয়, স্বজন, পাড়া প্রতিবেশির কাছে প্রথম দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের মান ইজ্জত রক্ষার্থে সরকারকে এই নীতিমালার কঠোর বাস্তবায়ন ও মনিটরিং করতে হবে।
 
সরকারি কর্মকর্তাদের এমন সমস্যার সমাধান নিয়ে eআরকিকে বিশিষ্ট এক ঘুষবিদ বলেন, মনিটরিং সিস্টেম আমাদের দুর্বল। সো, কাজ হবেনা। সরকারের উচিত আলাদা করে দুর্নীতি মন্ত্রণালয় খোলা। সারাদেশের সরকারি কর্মকর্তা, কর্মচারিরা তাদের দুর্নীতির টাকা ওই দুর্নীতি মন্ত্রণালয়ে জমা দিবে। সেখানে থেকে ওই টাকা বেতন স্কেল অনুযায়ী সব কর্মকর্তা, কর্মচারিদের ভাগাভাগি করে দেয়া হবে।
 
সরকারি কর্মকর্তাদের দুর্নীতি সীমা নির্ধারণের দাবিকে সমর্থন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আমিতো ৪ বছর আগেই বলছিলাম, সহনীয় পর্যায়ে ঘুষ খেতে। আমার কথা এখন ফললো তো!
৪৮৫ পঠিত ... ১৪:০৭, সেপ্টেম্বর ২২, ২০২০

Top