তাকসিমকে আজীবন ওয়াসার এমডি পদে থাকার পরামর্শ দিলেন কাজী সালাউদ্দিন

৭৮৭ পঠিত ... ২৩:২৮, সেপ্টেম্বর ১৯, ২০২০

ওয়াসার পানি দিয়ে বানানো দেশের মানুষের ভালোবাসার শরবত খেতে না চাওয়া, নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওয়াসার বর্তমান এমডি তাকসিম এ খানের মাথায়। এতকিছুর পরও আরো ৩ বছর ওয়াসার এমডির পদে থাকতে চান এই গুণী অভিযোগ-মানবটি।

এমন খবরে বেশ আশাহত হয়েছে বাফুফের সভাপতি কাজি সালাউদ্দিন। আশাহত হয়ে তিনি বলেন, 'বোকা নাকি লোকটা! আজীবন এমডি পদে থাকলেই তো পারে।'

নিজের উদাহরণ টেনে সালাউদ্দিন বলেন, 'আমাকে দেখেন, বাফুফে নির্বাচন, সংবাদ মাধ্যমের ঝামেলা, ফুটবলের বেহাল দশা, নিয়মিত র‍্যাঙ্কিং এর অবনমন; এত কিছুর পরও আমি নিজ আসন আঁকড়ে ধরে ছিলাম, কখনো ছাড়িনি।'

নিজের চেয়ে তাসকিম এ খানের পদে থাকা আরামের এমনটা উল্লেখ করে সালাউদ্দিন আরো বলেন, 'নির্বাচন দেয়া না লাগলে তো মিয়া আমি আরো আগেই আজীবন থাকার ঘোষণা দিতাম। আপনার তো নির্বাচনের ঝামেলা নাই। ঘোষণা দিয়ে দিলেই হলো।'

তাকসিম এ খানের ভাগ্য দেখে কিছুটা হিংসাও হয় সালাউদ্দিনের, এমনটা জানিয়ে তাকসিমের উদ্দেশে বলেন, 'আপনাকে তো দেশের লোক ভালোবেসে শরবত খাওয়াইতে আসে। তাও আপনি আজীবন পদে থাকতে চান না। দেশের প্রতি এত রাগ কিসের আপনার? এর চেয়েও অনেক বেশি সমালোচনা সহ্য করেও যদি দেশের উন্নয়নে আমি আজীবন কাজ করে যেতে পারি, আপনি কেন মাত্র তিন বছরের মধ্যে পদ ছাড়বেন?'

তাকসিম এ খান ও সালাউদ্দিনের মতো মানুষদের জন্য এই দেশের, এই দেশের সভাপতি ও এমডির চেয়ার দরকার আছে বলেও আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন।

৭৮৭ পঠিত ... ২৩:২৮, সেপ্টেম্বর ১৯, ২০২০

Top