'বিদেশে উন্নত প্রশিক্ষণ' বিষয়ে প্রশিক্ষণ নিতে বাংলাদেশে আসছে বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীরা

৯৮০ পঠিত ... ১৮:১৮, সেপ্টেম্বর ১৯, ২০২০

'বিদেশে উন্নত প্রশিক্ষণ নেয়া' শিল্পে বাংলাদেশ সারাবিশ্বের কাছে রোলমডেল। গত ৫ বছর ধরে এই শিল্পে বাংলাদেশের সাফল্য নজর কেড়েছে বিশ্ববাসীর। এরই ধারাবাহিকতায় eআরকি করি গ্রুপের মেম্বার মাহফুজুর রহমান আসিফ মারফত জানা যায়, 'বিদেশে উন্নত প্রশিক্ষণ' বিষয়ে প্রশিক্ষণ নিতে এবার বাংলাদেশে আসছে বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীরা।

এ বিষয়ে ইউরোপের একাধিক দেশের সাথে যোগাযোগ করলে eআরকি ঘটনার সত্যতা খুঁজে পায়। জানা যায়, কীভাবে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার জন্য নানাবিধ কারণ খুঁজে বের করে বাংলাদেশ, এই বিষয়েই বিভিন্ন ওয়ার্কশপে যোগ দিবে দেশগুলোর কর্মকর্তারা। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণের জন্য বিদেশ ভ্রমণ ফাইন্ডার টিমের কর্মকর্তারাই এই ওয়ার্কশপগুলো পরিচালনা করবেন।

নিউজিল্যান্ড থেকে আসতে চাওয়া এক দল বলেন, 'আমাদের সামনে কোন সমস্যা আসলে তার সমাধান বেশিরভাগ ক্ষেত্রেই দেশের ভেতর পেয়ে যাই। কোননা কোন কেস স্টাডি থাকেই। আর যেসব ক্ষেত্রে বিদেশি প্রশিক্ষণ দরকার হয়, সেসব ক্ষেত্রে প্রশিক্ষককেই আমরা হায়ার করে ফেলি। ফলে বিদেশ যাওয়া হয়না আর। বাংলাদেশ এমন খিচুড়ি রান্না, পুকুর খননের মতো নিত্যনতুন কঠিন কঠিন সমস্যা কীভাবে খুঁজে বের করে, কীভাবে তাদের মাথায় এইসব আসে। সেসবই আমরা স্টাডি করবো, জানবো। এরপর আমরাও একদিন বাংলাদেশের কর্মকর্তাদের মতো বিদেশে উচ্চতর প্রশিক্ষণ নিবো।'

বাংলাদেশি এক সরকারি কর্মকর্তার বউয়ের বান্ধবীর স্বামী হওয়ায় কিছুটা বিপাকে পড়েই বাংলাদেশে এসেছেন সুইজারল্যান্ডের এক কর্মকর্তা। eআরকিকে তিনি বলেন, 'আমার ওয়াইফের বান্ধবী বাংলাদেশি। বছরে ১২ বার নাকি তার জামাই বিদেশে উচ্চ প্রশিক্ষণ নিতে বিদেশ যাওয়ার কাজে ব্যস্ত থাকে। এইসব শুনে আমার ওয়াইফের ধারণা, আমি নাকি কাজে ফাঁকি দেই, বসে বসে সুইজারল্যান্ড সরকারের কাছ থেকে বেতন নেই। সেজন্য মানসম্মান বাঁচাতে বাংলাদেশে আসা। উন্নত প্রশিক্ষণ নিতে কীভাবে বিদেশ যাওয়া যায় এইসব না জানলে সংসার টিকছে না।'

তবে এমন ঘটনার হতাশা প্রকাশ করেছেন 'বিদেশ উন্নত প্রশিক্ষণ' বিষয়ে এক্সপার্ট বাংলাদেশিরা। বিদেশিদের আসার দরকার নেই, বাংলাদেশ সরকারের টাকাতেই বিদেশে গিয়ে প্রশিক্ষণ দিয়ে আসতে চান তারা। তারা বলেন, 'সারাজীবন তো শেখার জন্য বিদেশ গেছি। এবার শেখাতে যাচ্ছি শুনলে সরকার খুশি হয়ে একনেকে বিল পাস করিয়ে দিবে।'

৯৮০ পঠিত ... ১৮:১৮, সেপ্টেম্বর ১৯, ২০২০

Top