অ্যাভাটার নয়, লিখতে হবে 'অবতার': জানালো বাংলা একাডেমি

৫১২ পঠিত ... ২৩:৩৮, সেপ্টেম্বর ১৭, ২০২০

বদনবইয়ের নতুন ফিচার অ্যাভাটার বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। জনপ্রিয়তা পাওয়ার পর পরই ঘুম থেকে উঠে একাডেমির অ্যাভাটারের বদনবই আইডি থেকে নতুন এক প্রজ্ঞাপন নিয়ে হাজির হয়েছে। সম্পূর্ণ ভূয়া এই প্রজ্ঞাপনে বলা হয়, বদনবইয়ের নতুন ফিচারকে অ্যাভাটার বলা বা লেখা যাবেনা। অ্যাভাটার শব্দটার বাংলা হলো 'অবতার'। যেকোন ধরণের মৌখিক ও লিখিত ব্যবহারে অ্যাভাটারের বাংলা 'অবতার' ব্যবহার করতে হবে।

এই ঘোষণার পাশাপাশি বদনবই কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ করে বাংলা একাডেমি বলেন, 'বদনবই নতুন কোন ফিচার আনলে আমাদেরকে যেন আগে থেকেই জানিয়ে রাখা হয়। এতে বাংলা শব্দ খুঁজে বের করতে সুবিধা। চর্যাপদ থেকে শুরু করে একাডেমির সব আলমারিগুলা খোলা লাগে। বিরাট কর্মযজ্ঞ। বহুত সময় দরকার।'

কেউ যদি বাংলা একাডেমির নতুন এই প্রজ্ঞাপন না মানে তার জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে এমনটা জানিয়ে একাডেমির ভূয়া বদনবই আইডি থেকে আরো বলা হয়, 'এর আগে আমরা বহু শব্দ পরিবর্তন করেছি। লক্ষ করে দেখেছি বেশিরভাগ মানুষই তা মানছে না। এতে বাংলা ভাষা হুমকির মুখে পড়ছে। এই ধরণের ভাষা কালপ্রিটদের বিরুদ্ধে আইনি কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।'

৫১২ পঠিত ... ২৩:৩৮, সেপ্টেম্বর ১৭, ২০২০

Top