মিরপুরের রাস্তায় লন্ডনের বাস, উপর থেকে দেখলে দেশ এখন ইংল্যান্ড

১০৩৭ পঠিত ... ১৪:৩৮, সেপ্টেম্বর ১৫, ২০২০

মিরপুরের রাস্তায় ছাদখোলা একটি যাত্রীবিহিন বাসকে চলতে দেখা গেছে। মেট্রোরেলের গা ঘেষে চলা এই ছাদখোলা বাস সাধারণত লন্ডন শহরে দেখা যায় বলে ধারণা একাধিক রাজনৈতিক নেতাকর্মীর। নিজেদের ফেক ফেসবুক আইডি থেকে এই ছাদখোলা বাসের ছবি শেয়ার করে তারা বলেন, উপর থেকে দেখলে দেশ এখন ইংল্যান্ড।

'বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না' এমনটা জানিয়ে এক বর্ষীয়ান নেতা বলেন, 'উপর থেকে দেখলে হাতিরঝিল লস অ্যাঞ্জেলস। এখন তো দেখলেন মিরপুরও ইংল্যান্ড হয়ে গেছে। দেশের কোনায় কোনায় এভাবে বিদেশ নিয়ে আসবো আমরা। উপর থেকে এই দেশকে দেখলে মনেই হবে না এটা বাংলাদেশ।'

সরকারি কর্মকর্তাদেরও বিদেশি মেজাজেই গড়ে তোলার পরিকল্পনা কথা জানিয়ে তিনি আরো জানান, 'দেখতেছেন তো? সবাইকে নানান ট্রেনিংয়ের জন্য বিদেশ পাঠাচ্ছি। কিছুদিন পর দেশে একমাত্র সাধারণ জনগণ ছাড়া আর কাউকে দেশি মনে হবে না।'

জনগণকে কেন বিদেশিদের মতো করে গড়ে তোলা হবে না, এমন প্রশ্নে তিনি বলেন, 'জনগণ বিদেশি হয়ে গেলে দেশকে যে বিদেশ হিসেবে গড়ে তুলতেছি সেটা তারা কীভাবে বুঝবে! সব তো তাদের বোঝার জন্যই।'

আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাওয়ার পর অন্য এক নেতা আমাদের ডেকে বলেন, 'না মানে বলছিলাম যে, বিএনপির আমলে দেশে এমন ছাদখোলা লন্ডনি বাস দেখছেন!?'

১০৩৭ পঠিত ... ১৪:৩৮, সেপ্টেম্বর ১৫, ২০২০

Top