'তুমি খেলেই আমার খাওয়া হয়' প্রকল্পে কাপলরা করোনা ভ্যাকসিনে পাচ্ছে ৫০% ছাড়

১৪৯৯ পঠিত ... ১৫:২০, সেপ্টেম্বর ০৪, ২০২০
 
চাহিদা, সরবরাহ ও দামের ভিত্তিতে সাধারণ মানুষের ক্ষেত্রে করোনা ভ্যাকসিন পাওয়াটা কষ্টসাধ্য হলেও কাপলরা থাকতে পারবে চিন্তামুক্ত। কাপলদের ঐতিহ্যবাহী 'বাবু, তুমি খেলেই আমার খাওয়া হয়ে যাবে' প্রকল্পের আওতায় প্রতিটি কাপলই করোনা ভাইরাসের ভ্যাকসিনে পাবে ৫০% ছাড়।
 
রাশিয়ার এক ভ্যাকসিন গবেষকের বরাত দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, 'যেহেতু কাপলদের মধ্যে যেকোন একজন খেলেই অন্যজনের পেট ভরে যায় সেহেতু যেকোন একজন ভ্যাকসিন গ্রহণ করলেই অন্যজনের শরীরে এন্টিবডি তৈরি হয়ে যাবে। সে পাবে পুরো ফল।'
 
ভূতাত্ত্বিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত দিক থেকে শুধুমাত্র বাংলাদেশি কাপলরাই ভ্যাকসিনের এমন সুবিধার আওতায় থাকবেন বলে জানায় গবেষকরা। কালচারাল মিল থাকায় কলকাতাসহ ভারতের কিছু অংশের কাপলরাও এমন সুবিধার আওতায় আসবে।
 
এই সুবিধা পাওয়ার জন্য কাপলদের মধ্যে 'বাবু' সম্বোধন বাধ্যতামুলক বলে জানা যায়। একাধিক বাবু থাকার ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা কমেও যেতে পারে।
 
নতুন, পুরাতন, এমনকি সিঙ্গেল থেকে কাপল হওয়ার সাথে সাথেই যে কেউ ৫০% ছাড়ের আওতায় চলে আসবে।
 
ভ্যাকসিনের এমন পক্ষপাতমূলক আচরণের ক্ষেপেছে সিঙ্গেল সমাজ। তবে সিঙ্গেল সমাজকে খুব একটা পাত্তা না দিয়ে ভ্লাতিমির পুতিন বলেন, 'এ শহর সিঙ্গেলদের জন্য না'
 
এদিকে এমন খবরে কাপলদের মাঝে নতুন করে এক ম্যারাথন ফোনালাপের খবর পাওয়া গেছে। একাধিক মোবাইল অপারেটর কোম্পানি জানায়, 'বাবু, তুমি ভ্যাকসিন নিও না, ব্যথা পাবা। আমিই নিবো।... না, না। তুমি ব্যথা পাবা বাবু, আমিই নিবো' এমন মিষ্টি মধুর ঝগড়ায় রাত শেষ হয়ে যাচ্ছে কাপলদের।
১৪৯৯ পঠিত ... ১৫:২০, সেপ্টেম্বর ০৪, ২০২০

Top