ভ্যাকসিনের দাম জানতে চাওয়ায় ট্রাম্পকে পুতিন বললো 'ইনবক্সে আসো'

৬৭১ পঠিত ... ১৬:৪৭, আগস্ট ৩১, ২০২০

করোনা ভ্যাকসিনের বাম্বার ফলনের মাঝেই ট্রাম্প পুতিনের কাছে রাশিয়ান করোনা ভ্যাকসিনের দাম জানতে চাইলে পুতিন ইনবক্সে আসার অনুরোধ জানায়।

এমন খবরের পর ট্রাম্পের নামে একটা ফেক আইডি খুলে পুতিনের একটি ফেক আইডির ইনবক্সে যাই আমরা। হাই, হ্যালোর পর পুতিন ট্রাম্পের উদ্দেশে বলেন, 'নরমালি দাম অনেক বেশি। তবে তুমি আমার বন্ধু মানুষ। তুমি কিছু কম দিও।'

এই সময়ে ভ্যাকসিনের একটি ছবি দিয়ে পুতিন বলেন, 'রাশিয়ান ভ্যাকসিন তোমার জন্যই বানানো হইছে বন্ধু। এই ভ্যাকসিনে তোমাকে বেশ মানাবে।'

মোদি, ট্রুডো, বরিস, এরদোগান, নেতানাহিনু, ইমরান খান, সালমানের ফেক আইডি খুলেও পুতিনের ইনবক্সে ভ্যাকসিন নিয়ে আলাপ দেই আমরা। আমাদেরকে অবাক করে দিয়ে, মানবতা আর সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ট্রাম্পকে দেয়া মেসেজগুলোই কপি করে পাঠিয়ে দেন তিনি।

শুধু কিম জন উনকে ইনবক্সে নিতে পারেননি পুতিন। 'ইনবক্সে আসো' কমেন্টেই রিপ্লাইতে একটা মিসাইলের ছবি আপলোড করে কিম বলেন, 'কিয়ের ইনবক্স। যা বলার এখানে বল। আর আমি তোর কয়দিনের ছোট? আমাকে 'তুমি' করে কইতাছোস! আমাকে বস কবি বস!'

পুতিনের সবাইকে ইনবক্সে একই কথা বলার সততার কথা শুনে একটি মুচকি হাসি দিয়ে ট্রাম্প (গোপন রাখার শর্তে) আমাদের বলেন, 'দেউক। আমি তো কেনার জন্য দাম জিগাই নাই। আসলে আমি ওর দাম জাইনা মার্কেটে আমারটা কম দামে ছাড়ুম। বিজনেসে একটু চালাক না হইলে টেকা দায়।'

ইনবক্সে আসার আহবান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশও। 'ইনবক্সে আসো' কমেন্টের রিপ্লাইতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'হুদাই ভ্যাকসিন কিইনা কী করুম। দেশে তো করোনাই নাই।' ফিরতি রিপ্লাইতে পুতিন বাংলাদেশের লেটেস্ট করোনা আপডেট জানালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমার ঠিক জানা নাই, জেনে ইনবক্সে আসছি।'

৬৭১ পঠিত ... ১৬:৪৭, আগস্ট ৩১, ২০২০

Top