ঢালিউডে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে শতাব্দীর সেরা মুভি 'দ্যা কাশিমপুর রিডেম্পশন'

৬৯৪ পঠিত ... ১৭:৩৩, আগস্ট ২৮, ২০২০

ঢালিউডে নির্মিত হতে যাচ্ছে এই শতাব্দীর সেরা মুভি দ্যা কাশিমপুর রিডেম্পশন। পরিচালক জানিয়েছেন, মুভিটি বেজড অন আ ট্রু স্টোরি। ঢাকার সিনেমাপাড়ায় 'কাশিমপুর রিডেম্পশন' যোগ করবে ভিন্ন মাত্রা, এমনটাই আশা করছেন মুভিপ্রেমীরা। তবে 'এটা নকল মুভি' বলে অনেকেই অভিযোগের আঙুলও তুলছেন পরিচালকের দিকে।

কিন্তু সকল অভিযোগ নাকচ করে দিয়ে পরিচালক আমাদের একটি নিউজের লিংক পাঠিয়েছেন। সেখান থেকেই আমরা জানতে পারি এই মুভির দুর্ধর্ষ মৌলিক কাহিনীটি। গল্পটি এরকম-

কাশিমপুর কারাগারের ভেতরে বসে মই তৈরি করে সেটি বেয়ে প্রধান ফটক পার হয়ে কারাগার থেকে পালিয়ে গেছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি আবু বক্কর ছিদ্দিক। তিনি আগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। পালানোর সময় তাঁর পরনে কয়েদির পোশাক ছিল না। নিরাপত্তার দায়িত্বে থাকা কারারক্ষীরা কেউ বাধাও দেননি। তাঁরা মই বানাতে দেখলেও জানতে চাননি এটা দিয়ে কী হবে (সূত্র: প্রথম আলো)।

মুভিটি একদম মৌলিক গল্পের, এমন দাবি করে পরিচালক বলেন, 'ভাই এইটা একটা শর্ট ফিল্ম। কাহিনী তো শুনলেন। শশাঙ্ক রিডেম্পশনের মত এই মুভিরও একটা এন্ডি ডুফ্রেইন আছে। তার নাম আবু বক্কর ছিদ্দিক। কিন্তু সে সুরঙ্গ খোঁচার মত বোকামি করেনাই। বরং দুইদিনের মধ্যে মই বানায়ে পগারপার। ফলে এইটারে আমি পূর্ণদৈর্ঘ বানাইতেও পারি নাই।'

মুভিটা মুক্তি পাবে কোথায়, জানতে চাইলে পরিচালক নিজের ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে বলেন, 'ভাই এইটা আমার চ্যানেল। চ্যানেলের নাম মেটফ্লিক্স৷ মুভিটা মেটফ্লিক্সেই মুক্তি দেবো। সপরিবারে সাবস্ক্রাইব কইরেন ভাই।'

এদিকে সর্বনিম্ন সময়ে প্রিজন ব্রেক করায় গিনেজ বুক কতৃপক্ষ খুজছে উক্ত পলাতক আসামিকে।
এছাড়া মুভিটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে আসামি আবু বকর উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। বাদবাকি ক্লাইম্যাক্স জানতে দর্শকদের একটু অপেক্ষা তো করতেই হবে৷

৬৯৪ পঠিত ... ১৭:৩৩, আগস্ট ২৮, ২০২০

Top