বাংলাদেশের চ্যালেঞ্জিং টাইম এবার রপ্তানি হলো ভারতে

১০১২ পঠিত ... ১৭:৩০, আগস্ট ২৮, ২০২০

বিভিন্ন সময়ে নানাবিধ বিদেশি কালচার আমদানি করার অভিযোগ উঠে বাংলাদেশের বিরুদ্ধে। কালচার রপ্তানিতে আমরা ছিলাম বেশ পিছিয়ে। তবে এবার ঘটেছে উলটো ঘটনা। বিটিভির পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ নিজেদের আইকনিক 'ফেক ক্যান্ডিড' ছবি তোলার কালচার 'চ্যালেঞ্জিং টাইম'কে সফলভাবে পাশের দেশ ভারতে রপ্তানি করতে পেরেছে। শুধু রপ্তানিই না, 'চ্যালেঞ্জিং টাইম' কালচারকে সরাসরি নিজের মাঝে ধারণ করে একে অনন্য মাত্রা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। 'চ্যালেঞ্জিং টাইম' পোজে তোলা বেশ কিছু 'হাঁস্যকর' ছবি ইন্টারনেটে সারাবিশ্বের কাছে উন্মুক্তও করে দিয়েছেন।

ইন্টারনেটে চ্যালেঞ্জিং টাইমকে কাল্ট বানিয়ে ফেলা কাদের সাহেবকে ধন্যবাদ দেন মোদিজি। ধন্যবাদ দিয়ে বলেন, 'চ্যালেঞ্জিং টাইম পোজে ছবি তুলে ও আপলোড করলে মন, মেজাজ বেশ ফুরফুরে হয়ে যায়। কর্মোদ্দীপনা জেগে ওঠে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য 'চ্যালেঞ্জিং টাইম' একটি বিরাট রিলিফ। ইয়োগার চেয়ে এটা বেশি কাজের।'

তবে এই স্টাইলে ছবি তুললেও কাদের ভাইয়ের মতো হৃদয়হরণ করা হাসি দিতে না পারায় কিছুটা হতাশ হয়েছেন মোদিজি। নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে মোদিজি বলেন, 'কাদের ভাইয়ের মধ্যে একটা মোনালিসা টাইপ ফটোজেনিক ব্যাপার আছে। আমার মধ্যে সেটা নাই। ভাই কি মোনালিসার সাথে কখনো দেখা করেছেন? জানেন নাকি কিছু? তাহলে আমার সাথেও একটু মিট করিয়ে দেয়ার কথা বলতাম।'

এখন থেকে নিয়মিতই 'চ্যালেঞ্জিং টাইম' পোজে ছবি তুলবেন ও সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবেন বলে জানান মোদিজি। নিজের আমেরিকান বন্ধু ডোনাল্ড ট্রাম্পকেও আমেরিকায় 'চ্যালেঞ্জিং টাইম' আমদানি করার অনুরোধ করেন তিনি। বাংলাদেশকে অনুরোধ করেন, চীনের কাছে 'চ্যালেঞ্জিং টাইম' রপ্তানি না করার জন্য।

১০১২ পঠিত ... ১৭:৩০, আগস্ট ২৮, ২০২০

Top