রবীন্দ্রনৃত্যে রোদ্দুর রয়কে চ্যালেঞ্জ জানালেন সেফুদা

১৫৮৩ পঠিত ... ১৭:২৬, আগস্ট ২১, ২০২০

রবীন্দ্রনৃত্যে এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট রোদ্দুর রয়। সমুদ্র সৈকতে খালি গায়ে পারফর্ম করা অ্যাস্থেটিক রবীন্দ্রনৃত্যে এর ভক্তরা অন্তত তাই বলবেন। রবীন্দ্রনৃত্যে রোদ্দুর রয়ের এই একচ্ছত্র আধিপত্যে ভাগ বসাতে আসলেন সেফাতউল্লাহ সেফুদা। খালি গায়ে স্বয়ং নিজের পারফর্ম করা রবীন্দ্রনৃত্য ফেসবুকে আপলোড করার মাধ্যমে রবীন্দ্রনৃত্যের ভক্তদের এমন বার্তা দিলেন সেফুদা।

'সেদিন দুজনে' গানের সাথে রবীন্দ্রনৃত্য শেষে এক বোতল বাংলা মদ হাতে নিয়ে আমাদেরকে মেসেঞ্জারে কল করেন সেফুদা। কল করে তিনি রোদ্দুরের উদ্দেশে বলেন, 'মদ খা, রবীন্দ্রনৃত্যের চ্যালেঞ্জ এক্সেপ্ট কর। নতুন নৃত্য আপলোড কর।'

নিজের রবীন্দ্রনৃত্যই সহীহ ও আদি রবীন্দ্রনৃত্য, এমনটা দাবি করে সেফুদা বলেন, 'শালা গরিব, রবীন্দ্রনৃত্য কখনো ফাস্ট প্লে হয়রে! আমারটা দেখ, রবীন্দ্রনৃত্য হবে স্লো মোশনে। আমার মতো। এই নাচে একটা শান্তির বার্তা থাকবে।'

ভরপেট মদ না খাইলে এমন রবীন্দ্রনৃত্য সম্ভব না বলেও দাবি করেন সেফুদা। তিনি বলেন, 'পেটে মদ ভর্তি থাকলে শরীরের দোলাকলা একদম রাবীন্দ্রিক হয়। স্লো মোশন হয়। স্বয়ং রবীন্দ্রনাথের সাথে বসে মদ খেতে খেতে আমি রবীন্দ্রনাথকে এমন পরামর্শ দিয়েছি। রবি আমার পরামর্শ গ্রহণও করেছে।'

এ পর্যায়ে তিনি রোদ্দুরকে 'হাই' না হয়ে ড্রাংক হওয়ার পরামর্শ দেন।

 

সমুদ্র সৈকত রবীন্দ্রনৃত্যের জন্য পারফেক্ট জায়গা নয় বলেও দাবি করেন সেফুদা। রোদ্দুরের উদ্দেশে তিনি বলেন, 'অশিক্ষিত, মূর্খ, গরিব, ছোটলোক, নোয়াখাইল্যা, তোর ঘর নাই? রবীন্দ্রসংগীতের মতো রবীন্দ্রনৃত্যও ঘরে বসে শোনা নিয়ম।'

সেফুদার রবীন্দ্রনৃত্যের ভিডিও পাঠিয়ে রোদ্দুর রয়ের মতামত জানতে চাইলে একটু হাই অবস্থায় থাকা রোদ্দুর বলেন, 'আরেহ সালা, এইটা গান্ধীজী না? আমি বলেছিলাম, বিপ্লব একদিন হবেই। আজ মহাত্মা গান্ধীও রবীন্দ্রনৃত্য ছায়াতলে এসেছে। জয় মোক্সা, জয় রবীন্দ্রনৃত্য।'

১৫৮৩ পঠিত ... ১৭:২৬, আগস্ট ২১, ২০২০

Top