বার্সেলোনা-বায়ার্ন ম্যাচ স্মরণে স্প্রাইটের নতুন নাম হবে স্প্রাই8

৫৯৩ পঠিত ... ২০:৫০, আগস্ট ১৫, ২০২০

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের জার্মানি-ব্রাজিলের ম্যাচের পর ফুটবল বিশ্ব আবারও আরেক বিশাল ব্যবধানের হাই ভোল্টেজ ম্যাচ দেখলো গতরাতে। চ্যাম্পিয়ন্স লীগের কোয়াটার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলের বিশাল ব্যবধানে হারায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের এই ম্যাচের স্মরণে এবার নিজেদের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে কোমল পানীয় স্প্রাইট। বানানে হালকা পরিবর্তন করে নতুন নাম 'স্প্রাই8' রাখতে চায় তারা।

অনুষ্ঠিত না হওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্প্রাইট কর্তৃপক্ষ এমনটা অনিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে তারা বলেন, 'ব্রাজিল-জার্মানি ম্যাচকে দারুণ একটা ট্রিবিউট দিয়েছিলো সেভেনআপ। ওই ম্যাচের, এমনকি ব্রাজিল দলের সমার্থক শব্দও হয়ে যায় সেভেন আপ। আমরাও এমন কিছু চাই। আমরাও বার্সেলোনা-বায়ার্ন ম্যাচকে দিতে চাই ট্রিবিউট। গতরাতের ম্যাচের ও বার্সেলোনা টিমের প্রতিশব্দ হতে চাই আমরাও।'

বার্সেলোনা রাজি থাকলে তাদের টাইটেল স্পন্সর হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে স্প্রাই8।

স্প্রাইটের এমন ঘোষণায় কর্পোরেট মার্কেটিং স্পেশালিষ্টরা বলছেন ভিন্ন কথা। তারা বলেন, 'ব্রাজিল-জার্মানি ম্যাচের পর সেভেনআপ একটা ভালো এক্সপোজার পেয়েছিলো। মার্কেটিং থেকে শুরু করে বেচাবিক্রি সবই বেড়ে গিয়েছিলো। বার্সেলোনার ভরাডুবির পর নাম চেঞ্জ করে মূলত ওই এক্সপোজারটাই পেতে চাইছে স্প্রাইট।'

ব্রাজিল, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, পিএসজির সমর্থকদের জন্য দারুণ এক অফারও নিয়ে এসেছে স্প্রাই8। এই চার দলের সমর্থকরা আর্জেন্টিনা ও বার্সেলোনা সমর্থকদের খাওয়ানোর উদ্দেশ্যে নতুন নামের স্প্রাই8 কিনলে পাবে ৮ টাকা ছাড়, এমন ঘোষণা দিয়ে তারা বলেন, 'আপনারা সেভেন আপ খেয়েছেন, এবার ভাইদেরকে স্প্রাই8 খাওয়ান। আমাদের বিক্রয় কর্মীরা প্রস্তুত। ঋণ ফেলে রাখবেন না।'

৫৯৩ পঠিত ... ২০:৫০, আগস্ট ১৫, ২০২০

Top