ডিশ, ওয়াইফাইয়ের মতো এবার ঘরে ঘরে পৌঁছে যাবে এসি লাইন

৫২৫ পঠিত ... ১৬:৩৫, আগস্ট ১৩, ২০২০

 

এই গরমে এসিকে সর্বস্তরের মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে আসছে এসি কানেকশন সার্ভিস। ডিশ ও ইন্টারনেটের মতোই একটি সেন্ট্রাল স্টেশন থেকে পাইপের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে এসির ঠান্ডা বাতাস।

কানেকশন নেয়ার সময় এককালিন লাইন খরচ ও প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ বিল পরিশোধ করার শর্তে যেকেউ এই এসি সার্ভিসের গ্রাহক হতে পারবেন।

বিশ্বের সর্বকুল ঠান্ডা বাতাসের নিশ্চয়তা দিতে এই এসি সার্ভিসের সেন্ট্রাল স্টেশন থাকবে সাইবেরিয়াতে, সেবার মান সম্পর্কে বলতে গিয়েই এমনটাই জানান এই উদ্যোগের এক উদ্যোক্তা।

এই এসি সার্ভিসে থাকবে শীতকালীন সেবাও। শীতকালে ঠান্ডা বাতাসের পরিবর্তে পাইপ দিয়ে বের হবে শীতের সকালের উষ্ণ রোদের গরম।

অন্যান্য সেবাগুলোর চেয়ে এই এসি সার্ভিস সেবাটি একটি আলাদা, এমনটা জানিয়ে এর উদ্যোক্তা বলেন, 'সঠিক সময়ে বিল পরিশোধ না করলে আমরা লাইন কাটবো না। এক্ষেত্রে গরমের মৌসুমে পাইপের সেন্ট্রাল লাইন যুক্ত করে দিবো সরাসরি সৌদি আরব স্টেশনের সাথে। আর শীতের মৌসুমে সাইবেরিয়া। বিল পরিশোধ না করা পর্যন্ত এই সেবা চলতেই থাকবে।'

সঠিক সময়ে নিয়মিত বিল পরিশোধ করা গ্রাহকদের জন্য থাকবে বিশেষ সুবিধাও। পুরস্কারস্বরূপ তাদেরকে দেয়া হবে পোর্টেবল এসির বাতাস। প্যাকেট ভর্তি এই বাতাস সাথে করে বহন করা যাবে। কোন কাজে বাইরে গিয়ে অতিরিক্ত গরমে অতিষ্ট হলে আর বিভিন্ন শো-রুমে ঢুকে সেলসম্যানদের বাঁকা চোখ দেখতে হবে না। প্যাকেটের মুখ খুলে প্রয়োজন মতো ঠান্ডা বাতাস নিয়ে বাকি বাতাস বাকি রাস্তার জন্য সংরক্ষণ করা যাবে।

৫২৫ পঠিত ... ১৬:৩৫, আগস্ট ১৩, ২০২০

Top