আমাকে আমার মতো কিছু ওসি দিন, আমি পুরো জাতিকে ক্রসফায়ার করবো: ওসি প্রদীপ

২১১৫ পঠিত ... ১৫:০৪, আগস্ট ১০, ২০২০

টেকনাফ থানার ক্রসফায়ারোহোলিক ওসি প্রদীপ এবার সারা দেশকে ক্রসফায়ার করার আশ্বাস দিলেন। নিজের একটি ফেক আইডি থেকে মেজর সিনহা হত্যার এই আসামী নেপোলিয়নের মতো ভঙ্গি করে বলেন, 'আমাকে আমার মতো কিছু ওসি দিন, আমি পুরো জাতিকে ক্রসফায়ার করবো।'

নিজের অতীত রেকর্ডের কথাও মনে করিয়ে দেন ক্রসফায়ার সম্রাট। তিনি বলেন, টেকনাফ থানায় আমি গত ২৪ মাসে ১৪৪টা বন্দুকযুদ্ধের স্ক্রিপ্ট রচনা করেছি। টোটাল ক্রসফায়ার দিয়েছি ২০৪ জনকে। এমন বর্ণিল রেকর্ডের জন্য পেয়েছি জাতীয় পুলিশ পদকও।

তবে পুলিশ পদক পেয়েও নিজেকে শান্তনা দিতে পারছেন না তিনি। তিনি বলেন, 'যেই পরিমাণ টাকা আমার আছে। পদক চাইলেই কেনা যায়। আমার দরকার আমার মতো ক্রসফায়ারোহোলিক আরও অনেক ওসি। আফসোস, পুরো পুলিশ বাহিনীতে আমার মতো এমন কেউ নাই।

একজন ওসি ২০৪টি ক্রসফায়ার করলে ১৬ কোটি মানুষকে ক্রসফায়ার করতে ঠিক কয়জন ওসি দরকার, ঐকিক নিয়মে অংক করে সেই হিসাবও করেন প্রদীপ। হাতে একটি ক্যালকুলেটর তুলে নিয়ে তিনি টিপতে টিপতে বলেন, '১৬ কোটিকে ২০৪ দিয়ে ভাগ দিলাম, সিনট্যাক্স ইরর কেন আসলো বলেন তো?'

চাইলেই নিজের ক্রসফায়ারের রেকর্ডটাকে আরো সমৃদ্ধ করতে পারতেন। কিন্তু টাকার কাছে হেরে গিয়ে এমনটা করতে পারেননি বলে জানান তিনি। তিনি বলেন, 'ক্রসফায়ার করবো এমন খবরে আটককৃতর পরিবার টাকা নিয়ে চলে আসে। আমি আর না করতে পারি না। ছেড়ে দেই। পুলিশ হলেও আমার মায়া দয়া তো আছে ভাই। সাধারণ মানুষের মতোই আছে টাকা পয়সার প্রতি দুর্বলতাও। তাই অনেক সমত ক্রসফায়ার করার খুব ইচ্ছা হলেও ট্রিগারে আঙুল যেতে চায় না।'

যারা ওসি প্রদীপের মতো ক্রসফায়ারের রেকর্ড গড়তে চান, ক্যারিয়ার সমৃদ্ধ করতে তাদেরকে টাকা পয়সার প্রতি দুর্বলতা পরিহার করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, 'আমি অনেক জায়গায় লাখ টাকায় ক্রসফায়ার না দিতে রাজি হয়েছি। ফলে টাকাও বাড়ে নাই, ক্রসফায়ারও বাড়ে নাই। তোমরা কোটি টাকার নিচে ট্রিগার থেকে আঙ্গুল সরাবা না। এতে টাকা ও ক্রসফায়ার সংখ্যা দুইই বাড়বে।'

গ্রেফতারের পর তাকে নিয়ে সমালোচনা করা ব্যক্তিদের ক্রসফায়ার দিতে চাওয়ার আশা ব্যক্ত করেন প্রদীপ। সরকারের কাছে নিজের মতো আরো অনেক ওসি পাওয়ার প্রত্যাশা নিয়ে তিনি বলেন, 'পুরো দেশকে নিয়ে আসবো একটি পরিবার একজন ক্রসফায়ার প্রকল্পে। বাদ যাবে না একটি শিশুও।'

২১১৫ পঠিত ... ১৫:০৪, আগস্ট ১০, ২০২০

Top