ফেসবুক চ্যাটরুমেও গণরুম করানোর অপশন চান ভার্সিটির পলিটিকাল ভাইয়ারা

৩০৪ পঠিত ... ১৩:২০, জুলাই ২৩, ২০২০

ফেসবুকের নতুন ফিচার রুম এখনো মানুষের কাছে খুব একটা বোধগম্য না হলেও ইতোমধ্যে জনমনে সাড়া ফেলে দিয়েছে। তবে ফেসবুকের এই রুম সার্ভিসে পুরোপুরি সন্তষ্ট হতে পারছে না ভার্সিটির পলিটিক্যাল বড় ভাইয়েরা। রুমের পাশাপাশি গণরুমের সেবাও চায় তারা।

ক্যাম্পাসের বেশ কিছু ছেলেপেলে আছে, যারা ফেসবুকে পলিটিক্যাল ভাইদের চেয়েও জনপ্রিয়। মূলত তাদেরকে ম্যানার শেখানোর জন্যই গণরুম অপশন চায় তারা। এমনই এক পলিটিক্যাল বড় ভাই eআরকিকে বলেন, লিস্টে ক্যাম্পাসের পোলাপান আর 'সহমত ভাই' কমেন্টের হিসাব মিলে না ভাই। লিস্টে আছে হাজার পোলাপান অথচ 'সহমত ভাই' কমেন্ট ১০০ এর উপরে আর পড়ে না। ফেসবুকের গণরুমে মূলত এই বেয়াদব জুনিয়রগুলাকে 'সহমত ভাই' টাইপিং শেখানো হবে।

করোনাকালিন ব্যাচের ছেলেপেলেদের ম্যানার শেখানো হলো না, এমন আফসোস করে অন্য এক বড় ভাই বলেন, 'ওরা তো করোনার কারণে ছাড় পাইয়া গেলো, জিনিসটাতো হইলো না। গণরুমে ম্যানার না শিখাইলে তো এরা বাইরে গিয়ে, এর ওর চ্যাটরুমে ঢুকে ক্যাম্পাসের সুনাম করে বেড়াবে। ক্যাম্পাস লাইফ যে খুব সুখের এমন ভুল ধারণাও ওদের গড়ে উঠতে পারে। পলিটিক্যাল বড় ভাই হিসেবে এটা আমাদের ব্যর্থতা। তাই ফেসবুকে গণরুম দরকার।'

প্রাচ্যের অক্সফোর্ডের এক গণরুম স্পেশালিষ্ট বড় ভাই বলেন, 'ফেসবুকে একটা গণরুম হলে ঢাবির ভুয়া ফেসবুক আইডিগুলারেও গণরুম করানো যাইতো।' হাসতে হাসতে এই বড় ভাই আরো বলেন, 'সাথে আপনাদেরও'...

ভাই, ফেসবুকের রুম সার্ভিসে কিন্তু ডেটিং করতে পারবেন, গণরুম করতে পারবেন না। আমাদের এমন তথ্যে বড় ভাই হালকা রেগে গিয়ে বলেন, 'ওই বেডা, পলিটিক্যাল বড় ভাইদের কামের ফাঁদে পড়তে নাই। ডেটিং-এ না, আমাদের যত সুখ টিজিং, র‍্যাগিং আর ম্যানারিং-এ।'

৩০৪ পঠিত ... ১৩:২০, জুলাই ২৩, ২০২০

Top