আকাশে ফানুশ ওড়ানো যাবে কিনা জানতে চান হুমায়ূন আহমেদ

৩৪২ পঠিত ... ১২:৫৮, জুলাই ২৩, ২০২০

ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম (UAV/RPAS), রিমোট কন্ট্রোল খেলনা বিমান ও ঘুড়ি ওড়াতে হলে অনুমোদন নিতে হবে। অন্যথায় বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মঙ্গলবার (২১ জুলাই) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়।

তবে এই নিউজটিও বোধহয় আকাশে উড়তে উড়তে পৌঁছে যায় আকাশের ওপারে। মেঘের ওপর বাড়িতে বসে সেখানে আকাশ দেখছিলেন হুমায়ূন আহমেদ। কর্তৃপক্ষের কাছে তিনি রাখলেন একটি সলজ্জ প্রশ্ন। জিজ্ঞেস করলেন, আকাশে কি ফানুশ ওড়ানো যাবে?

এই অবসরে বসে একশ ফানুশ বানিয়েছেন, এমনটা জানিয়ে বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষ বলেন, 'আজন্ম সাধ ছিল, একশা ফানুশ ওড়াবো। ঢাকায় কিংব নুহাশপল্লী কোথাওই সুযোগটা পাইনি। ফাইনালি এই ওপারে এসে অবসর মিললো। এই লকডাউনে বসে বসে শুধু ফানুশ বানিয়েছি।'

এ পর্যায়ে তিনি নিজের হাতে একটি ফানুশ বাদেও ঘরের উঠোনে ছড়িয়ে রাখা আরও ৯৯টি ফানুশ দেখান।

জিজ্ঞাসু হয়ে তিনি বলেন, 'একশ ফানুশ একসাথে ওড়ানোর জন্য অনুমতি চাইতে কোথায় এপ্লিকেশন দিতে হবে, জানো নাকি?'

শিশু-কিশোরদের ঘুড়ি ওড়ানোর সুযোগ দেয়া হোক, এমন মতামত জানিয়ে তিনি আরও বলেন, 'আকাশ থেকে ঘুড়িগুলো দেখতে পাই, ভালো লাগে। মনে হয় পৃথিবীর কাছাকাছিই আছি। একদিন নিষাদের ওড়ানো একটা লাল টুকটুক ঘুড়িও দেখলাম। এতটুকুন ছেলে, আকাশের কত উপর পর্যন্ত ঘুড়ি ওড়াচ্ছিল। ঘুড়ি যেন সে বাবার কাছে পৌঁছাতে চায়!'

ঘরে বসে নিজেদের রুদ্ধ হয়ে থাকা স্বপ্ন-আকাংক্ষা আকাশে ছড়িয়ে দিতে বাচ্চারা ঘুড়ি ওড়াবে না তো কী করবে, এমনটা জানিয়ে তিনি যোগ করেন, 'লাইটিং করা ঘুড়িগুলোতে বিমানের সমস্যা হতে পারে, সেগুলো বন্ধ করা যায়। তবে নরমাল ঘুড়ি ওড়ানোতে নিষেধাজ্ঞা আমাদের শিশু-কিশোরদের আরও বিষণ্ণ করে তুলবে।'

ঘুড়ি ওড়ানোর জন্য কোনো বাচ্চাকে আবার এরেস্ট করবেন না প্লিজ, এমন অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'এই আকাশটা তো ওদেরও। ওদের আকাশটুকু যেন কেউ কেড়ে না নেয়।'

ফানুশ ওড়ালে সমস্যা হবে কিনা, শেষে আরও একবার এমন প্রশ্ন করে তিনি বলেন, 'দরকার হলে আমি ফানুশ ওড়াবো না। তবু শিশুরা ঘুড়ি ওড়াক। ওদের জন্যই তো আমরা আকাশ রেখে গেছি!'

৩৪২ পঠিত ... ১২:৫৮, জুলাই ২৩, ২০২০

Top