সাঁতার না জানাদের ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো কর্তৃপক্ষ

৭২৮ পঠিত ... ১৪:৪৩, জুলাই ২১, ২০২০

ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে এক ঐতিহাসিক ও বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করলো ঢাকার দুই সিটি কর্পোরেশন। ঢাকায় প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে সবার জন্য সাঁতারের দক্ষতাকে বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল এক সঙবাদ বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এমনটা জানানো হয়।

সঙবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জলাবদ্ধতা এখন আর ঢাকার সমস্যা নেই। এটা ঢাকার সাথে সখ্যতা তৈরি করে ফেলেছে। ইটস আ পার্ট অফ লাইফ। সো, ঢাকায় আসতে হলে, থাকতে হলে অবশ্যই সাঁতার জানতে হবে।'

ঢাকাবাসীদের ক্ষেত্রে সাঁতারকে একটি গুরুত্বপূর্ণ লাইফ স্কিল ঘোষণা করে আরো বলা হয়, 'বর্ষাকালে সাঁতার না জানলে তো ঢাকায় থাকতে পারবেন না। বাস থেকে নেমে সাঁতার কেটে বাসায় যেতে হবে, বাসায় থেকে বের হয়ে বাসে উঠতে হবে সাঁতার কেটেই। কখনো কখনো রাস্তায় বাসই দেখা যাবে না, সেক্ষেত্রে পাক্কা ডুবুরির মতো পানির নিচেই খুঁজে নিতে হবে বাস। সাঁতার না জানা কাউকে ঢাকায় রেখে ঢাকার বোঝা বাড়াতে চাই না।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে eআরকি করি গ্রুপের সুশিল সমাজের প্রতিনিধি সায়েদ মোহাম্মদ নুরুল হুদা বলেন, 'আপনার সন্তানকে সাঁতার শিখিয়ে ঢাকায় পাঠাবেন। নইলে ধানমন্ডি ৩২-এ পানিতে ঢুবে মরে যেতে পারে।'

যারা ঢাকায় আসবে তারা স্থানীয় জেলাশহরের জলাবদ্ধ রাস্তায় সাঁতার কেটে সার্টিফিকেট নিতে হবে। তবে ভূয়া সার্টিফিকেটের ঝামেলা এড়াতে ঢাকায় প্রবেশ পথের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদীতে স্থাপিত সাঁতার বুথের মাধ্যমে সাঁতারের দক্ষতা প্রমাণ করতে হবে।

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগের পানির স্বাস্থ্যগত ঝুঁকি ও দূষণের প্রশ্নে কর্তৃপক্ষ বলেন, ভাইরে টেস্ট নিতেছি ঢাকায় সারভাইবাল দক্ষতা দেখতে। এখন সুইমিংপুলে টেস্ট নিলে সেটাতো প্রপার হইলো না!

এই করোনার সময়ে বাইরে বের হলে মাস্কের পাশাপাশি অক্সিজেন মাস্কও সাথে রাখার পরামর্শ দেন সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা।

৭২৮ পঠিত ... ১৪:৪৩, জুলাই ২১, ২০২০

Top