ভার্চুয়াল আত্মসমর্পণের পর অনলাইনেই যাবজ্জীবন জেল খাটতে চান সিকদার ব্রাদার্স

৬৭৬১ পঠিত ... ১৭:৫৪, জুলাই ২০, ২০২০

সবাইকে চমকে দিয়ে আত্মসমর্পণ করেছেন সিকদার গ্রুপের দুই ভাই- রন হক সিকদার ও দিপু হক সিকদার। দেশে চার্টার্ড বিমানের প্রবর্তক এই দুই ভাই আত্মসমর্পণটাও করেছেন একটু আলাদা স্টাইলে। থাইল্যান্ডে বসেই তারা সারেন্ডার করেছেন ভার্চুয়ালি। ভিডিও কলের মাধ্যমে এরকম ভার্চুয়াল আত্মসমর্পণ এর আগে দেখেনি বাংলাদেশ।

অভূতপূর্ব এই ঘটনা দেখে শোরগোল পড়ে যায় গোটা জুম মিটিং প্রাঙ্গনে। ঘটনার আকস্মিকতায় জুরি বোর্ডের জনৈক সদস্য মুখ ফসকে বলে ফেলেন, 'হোয়াট দ্য মাস্ক!'
এ সময় জজ সাহেব 'অর্ডার অর্ডার' বলতে বলতে কাষ্ঠ নির্মিত হাতুড়ির বদলে জুম মিটিং এ ব্যবহৃত ল্যাপটপটা দিয়েই টেবিলে ক্রমাগত আঘাত করতে থাকেন।

আদালতের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে, সিকদার ব্রাদার্স ভিডিও কলেই জজ সাহেবের পা ধরে মাফ চেয়ে বলেন, 'মাই লর্ড! আপনি যে শাস্তি দিবেন, তা আমরা মাথা পেতে নেবো।' বলেই তারা নিজেদের মাথা ক্যামেরার কাছাকাছি নিয়ে আসে।

আমরা অনলাইনেই যাবজ্জীবন জেল খাটতে চাই, এমনটা জানিয়ে রন হক সিকদার ছল ছল চোখে বলেন, 'ইয়োর অনার! আপনি আমাদের যাবজ্জীবন কারাদন্ড দিন। আমরা বাকিটা জীবন এই ভিডিও কলের সামনেই বসে থাকবো।' বলতে বলতে রনের গলা ভারি হয়ে আসে।

এরপর তিনি জরিমানা হিসেবে পিপিই এর পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ নকল ভ্যাকসিনও দিতে রাজি আছেন বলে জানান।

রন হক-এর কথা শেষ হতেই দিপু হক সিকদার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন, 'অবজেকশন ইওর অনার! আমরা যে অপরাধ করেছি, তার একটাই সাজা। আর সেটা হইলো ফাঁসি! ইওর অনার, আপনি আমাদের অনলাইনেই ফাঁসির দন্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন৷ আমরা নিজ দায়িত্বে অনলাইনেই ফাঁসি নিবো।'

ফাঁসি দেয়ার জন্য অনলাইনে জল্লাদ কোথায় পাবেন, জানতে চাইলে দিপু হক হেসে বলেন, 'স্যার জল্লাদ লাগবে না। প্রথমে আমি রন এর ফাঁসি দিবো। এরপর রন আমার ফাঁসি দিবে।' তার এই কথা শেষ হতেই আদালতে আবার শোরগোল শুরু হয়ে যায়। 'অর্ডার অর্ডার' বলতে বলতে জজ সাহেব এবার হাতুড়ি দিয়ে ল্যাপটপের উপরেই সজোরে আঘাত করেন।

জোক্স এপার্ট, থাইল্যান্ডে অবস্থান করে এ ধরনের আত্মসমর্পণ ও জামিন আবেদন ‘বিধিবহির্ভূত’ উল্লেখ করে তাদের জরিমানার আদেশ দিয়েছেন হাইকোর্ট। জরিমানা হিসেবে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার পিপিই প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। (সূত্র: বাংলা ট্রিবিউন)

৬৭৬১ পঠিত ... ১৭:৫৪, জুলাই ২০, ২০২০

Top