সারা বাংলাদেশে মহাসমারোহে চলছে রিয়ালিটি শো 'খাও বাংলাদেশ খাও'

১৩১৯ পঠিত ... ১৭:১২, জুলাই ১৮, ২০২০

রিয়ালিটির শোর জগতে নতুন এক ধারা নিয়ে এসেছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের প্রযোজনায় মহাসমারোহে চলছে রিয়ালিটি শো 'খাও বাংলাদেশ খাও'। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ জুড়ে সম্প্রচারিত হওয়া এই শো জনপ্রিয়তায় ও বাজেটের দিক থেকে ইন্ডিয়ান বিগ বস ও আমেরিকান গট ট্যালেন্টকেও ছাড়িয়ে যাবে।

প্রতিবারের মতো এবারের শো-তেও অংশগ্রহণ করছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, আমলা, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা পর্যন্ত। পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতায় কিছু বেসরকারি প্রতিষ্ঠানও অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে আছেন গতবারের চ্যাম্পিয়ন জেকে শামীম, ফার্স্ট রানার্স আপ ইসমাইল হোসেন সম্রাট। বিশেষ বিচারক হিসেবে লন্ডন থেকে যোগ দিচ্ছেন 'খাও বাংলাদেশ খাও'-এর মাধ্যমে বাংলাদেশকে ৫ বার বৈশ্বিক মঞ্চে পরিচিতি করানো তারেক রহমান। এছাড়াও জেল থেকে সরাসরি যোগ দেবেন চ্যাম্পিয়ন খাদক লুৎফর রহমান বাবর।

দুর্দান্ত এই রিয়ালিটি শোতে বিচারক হতে পেরে এক্সাইটেড বাবর আমাদের জানান, 'উই আর লুকিং ফর দুর্নীতিবাজস'।

এছাড়াও প্রতি পর্বেই অতিথি বিচারক হিসেবে 'খাও বাংলাদেশ খাও' পূর্ববর্তী সিজনের এর বড় বড় তারকারা অংশগ্রহণ করেন।

এবারের সিজন শুরু হয় এপ্রিল মাস থেকে। ত্রাণের চাল খেয়ে ফেলার দারুণ পারফরম্যান্স দেখিয়ে কয়েকটি পর্ব মাতিয়ে রেখেছিলো মেম্বার-চেয়ারম্যানরা। এরপরই দৃশ্যপটে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিযোগী। পিপিই, গগলস, ওয়েবসাইট, জুম মিটিং বাবদ দুর্নীতির মাধ্যমে দ্রুততম সময়ে মন্ত্রণালয়ের টাকা গিলে ফেলার পারফর্ম ছিলো দেখার মতো। ধীরে ধীরে আদম ব্যাপারী বাংলাদেশি সাংসদ পাপুল, ভূয়া করোনা সার্টিফিকেটের মাধ্যমে টাকা খাওয়া জেকেজি জুটি আরিফ-সাবরিনা, বাটপারির মাধ্যমে ডাবল খাদক পারফর্মার সাহেদ, জুম মিটিংয়ের মাধ্যমে এক নিশ্বাসে দেড় কোটি টাকা খেয়ে ফেলা বাংলাদেশ সরকারের বাস্তবায়ন ও নীরিক্ষণ বিভাগ মঞ্চ মাতিয়ে যায়।

রিয়ালিটি শো-এর গ্রান্ড ফিনালের আগে জেকেজি জুটি আরিফ-সাবরিনা, সাহেদ, পাপুলরা বিদায় নিলে শো-তে কিছু জৌলুশ কমে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৯৮ হাজার টাকা দামের এনার্জি লাইট খাওয়ার পারফর্ম করার ঘোষণায় আবারো জমে উঠেছে শো।

গ্রান্ড ফিনালেতে কারা করবেন সেরা পারফর্ম, কে হবেন এবার 'খাও বাংলাদেশ খাও' এর সেরা খাদক? সরকারি টাকা খেয়ে ফেলে কে হবেন সামনের বছরের দুর্নীতিবাজদের আইডল? এক দর্শক জরিপ ও বিচারকের বিশ্লেষণের নিরীক্ষে এবারের হট প্রতিযোগী ধরা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অতিথি বিচারক eআরকিকে বলেন, 'খাও বাংলাদেশ খাও শোতে চ্যাম্পিয়ন খাদক হওয়ার জার্নিতে করোনাবর্ষ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর দুটোর জন্যই আশির্বাদ। সরকারি টাকা খাওয়ার পারফর্ম করার নানবিধ সুযোগ। নানা রঙ্গে, ঢঙ্গে, পজিশনে, মুদ্রায় খেয়ে মঞ্চ মাতাবেই তারা। গ্রান্ড ফিনালেতে এই দুই প্রতিদ্বন্দ্বি কাঁপাবে মঞ্চ।'

'খাও বাংলাদেশ খাও' এর এবারের আয়োজন আরো জাঁকজমক ও সেরা পারফর্ম বের করে আনতে গ্রান্ড ফিনালের আগে গতবারের রানার্সআপ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬০০০ টাকা দামের বালিশ খাদক ও ফরিদপুর মেডিকেলের ৩৭ লাখ টাকা দামের পর্দা খাদককে আনা হবে। তাদেরকে দিয়েই স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে গ্রুমিং করা হবে, এমনটি জানালেন অন্য এক বিচারক।

শোতে হেরে যাওয়াদের মন খারাপ না করার পরামর্শ দিয়ে লন্ডন ভিত্তিক বিচারক তারেক রহমান বলেন, 'বাদ পড়েছে বলে হতাশ হলে চলবে না। প্রস্তুতি নিতে হবে। তাদের জন্য রয়েছে "পালাও বাংলাদেশ পালাও" নামে নতুন একটা শো। ওই শো-তে সেরা পারফর্ম করতে পারলে সামনের বছরের 'খাও বাংলাদেশ খাও'-তে অংশগ্রহণের দারুণ সুযোগও রয়েছে।'

১৩১৯ পঠিত ... ১৭:১২, জুলাই ১৮, ২০২০

Top