ফ্রি ফেসবুক বন্ধ হওয়ায় প্রথমবার প্রেমিকার ছবি দেখে একাউন্ট ডিএক্টিভ করলেন মোখলেস

৭৮০ পঠিত ... ১৭:১১, জুলাই ১৮, ২০২০

বিটিআরসির পদক্ষেপে বন্ধ হয়ে যাচ্ছে ফ্রি ফেসবুক। এখন থেকে আর কোনো অপারেটরেই ফ্রি ফেসবুক ব্যবহার করা যাবে না। এই শোক সংবাদে মুষড়ে পড়েছেন বাংলার আপামর ফ্রি ফেসবুকাররা। তবে মোখলেস নামের এক তরুণের হাহাকার যেন ছাড়িয়ে গেল সবার হতাশা। ফ্রি ফেসবুক না থাকায় ডাটা কিনে প্রথমবার নিজের বর্তমান প্রেমিকার ছবি দেখে একাউন্ট ডিএক্টিভই করে দেন তিনি।

ফেসবুক না থাকায় হোয়াটস্যাপে নক দিয়ে তিনি কান্নার ইমো দিয়ে বলেন, 'পাঁচ বছর ধরে ফ্রি ফেসবুক চালাই। ওর সাথে পরিচয় হয় বছর দুয়েক আগে। কখনো দেখা হয়নি, এমনকি ডাটা কিনে ওর কোনো ছবিও আমি দেখিনি। ফ্রি ফেসবুক চালিয়েই প্রেম করে গেছি। অথচ এখন দেখছি...'

এ পর্যায়ে তিনি চোখ থেকে অঝোরধারায় পানি পড়া টাইপ কান্নার ইমোটি দিয়ে কিছুক্ষণ নীরব থাকেন। তারপরই আবার বলতে শুরু করেন, 'এতদিন ডাটা বলতে বুঝতাম শুধু সজনে ডাটা। ফ্রি ফেসবুক বন্ধ হওয়ার পর এই প্রথম ইন্টারনেটের ডাটা কিনে প্রথম ওর টাইমলাইনেই গিয়েছি। চোখ অপারেশনের পর যেমন নায়করা প্রথমেই নায়িকাকে দেখতে চায়, অনেকটা তেমন আবেগ নিয়ে গিয়েছিলাম। কিন্তু যা দেখলাম তা আমি একেবারেই বিশ্বাস করতে পারিনি...।'

আরও কিছু কান্নার ইমোর পর তিনি যোগ করেন, 'ও যে আসলে মেয়ে না, ছেলে, তা আমার কখনোই সন্দেহ হয়নি। রিসেন্টলি একবার ওর ছবি দেখতে চেয়েছিলাম, দিয়েছিলও। সেটা যে ফেসঅ্যাপ করা ছবি, তাতো আজকে বুঝলাম রে ভাই। ফেসঅ্যাপ কী জিনিস, ফ্রি ফেসবুক উইজ করতাম বলে সেটাই তো আদৌ জানতাম না। আমি ভাবতাম, এইটা মনে হয় কোন ভার্চুয়াল ফেস প্যাক।'

আমি ওকে অন্ধভাবে ভালোবাসতাম, এমনটা জানিয়ে তিনি আরও বলেন, 'ওর সব ছবিতে আমি লাভ দিয়েছি। এমনকি ওর গার্লফ্রেন্ডের সাথে যেই ছবিগুলা পোস্ট করেছিল সেগুলাতেও। ভাই আমার যে সব গেল রে ভাই...'

ফ্রি জিনিস ইউজ করলে সবসময় ঠকবেন, পাঠকদের এমন একটি সাবধান বার্তা জানিয়ে তিনি বলেন, 'ফেসবুক তো দূরের কথা, চিন্তা করছি স্কাইপ বা জুম মিটিং ছাড়া আর প্রেম করব না। আপনাদেরকেও বলি, কখনো কাউকে এমন অন্ধভাবে ভালোবাসবেন না।'

৭৮০ পঠিত ... ১৭:১১, জুলাই ১৮, ২০২০

Top