গ্রামেগঞ্জে গড়ে উঠছে উন্নয়নের কালভার্ট, এখন শুধু খাল ভরাট করে রাস্তা বানানোর অপেক্ষা

৮৮৯ পঠিত ... ১৯:৪৬, জুলাই ১৬, ২০২০

উন্নয়ন দেখার মানসিকতা নিয়ে ঘর থেকে দু-পা ফেললেই বাংলার পথে পথে, খালে-বিলে দেখতে পাওয়া যায় রাস্তাবিহীন অগণিত উন্নয়নের কালবার্ট। বাংলাদেশের উন্নতির গ্রাফ এতটাই উর্ধমুখী যে, যেখানে উন্নয়নের আদতে কোন দরকার নেই সেখানেও জ্বলজ্বল করছে এই কালভার্টগুলো। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া খালের মাঝখানে রাস্তাবিহীন অপ্রয়োজনীয় একটা কালভার্টের খবর পেয়ে স্বচক্ষে দেশের উন্নয়ন দেখার জন্য বেরিয়ে পড়ে টিম eআরকি।

খালের মাঝে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই কালভার্ট সম্পর্কে জানতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধি বলেন, 'এখন তো অপ্রয়োজনীয়ই মনে হবে। খাল ভরাট করে রাস্তা করার বরাদ্ধটি আনতে পারলে তখন দেখবেন ঠিক আছে।'

এরপর উনি আমাদেরকে একটা উন্নয়নের চশমা দিলে তা পরিধানে আমরাও স্পষ্ট উন্নয়ন দেখতে শুরু করি। চশমা খুলে 'রাস্তা হলে তো কালভার্ট মাটির নিচে পড়ে যাবে। আদতে অপচয়ই হলো' এমন প্রশ্ন করলে তিনি বলেন, 'খাল ভরাট করলে মাছগুলো কই যাবে মিয়া! ভাবছেন? ওরা এই কালবার্টের ভেতর থাকবে। ইটস এন অ্যাকুরিয়াম। আন্ডারগ্রাউন্ড অ্যাকুরিয়াম। শেল্টারহোমও বলতে পারেন।'

খাল ভরাট করে রাস্তা বানালে পানি কোথা দিয়ে যাবে? আমাদের উন্নয়নের জ্যোতিবিহীন চোখ এমন প্রশ্ন করলে তিনি বলেন, 'বিল আছে! নদী আছে! তাও যদি পানির জন্য সমস্যা হয় তাহলে খাল কাটার জন্য আবার বরাদ্দ আনবো! জনগণের সুবিধার জন্য একটু এক্সপেরিমেন্ট করাই যায়! হেহে, কী বলেন!'

স্থানীয় সাধারণ জনগণও ঠিক বুঝে উঠতে পারছে না কালভার্টটি সম্পর্কে। আমাদের মুখে কালভার্ট শুনে তারা বেশ অবাক হন। একজন বলেন, আমি ভাবছিলাম খালের মাঝখানে বসে বড়শিতে মাছ ধরার জন্য এইটা করা হইছে। আমি মাছ ধরার জন্য আমি ৮টা বড়শিও কিনে রাখছি। স্থানীয় এক ফটোগ্রাফারের ধারণা, সঠিকভাবে নির্মাণ করা আগের কালভার্ট থেকে বাচ্চাদের লাফ দেয়ার ভালো ছবি তোলার জন্য ফটোগ্রাফি স্ট্যান্ড হিসেবে এটা তৈরি করা হইছে! আর্ট কালচারে সরকারের এমন পৃষ্ঠপোষকতায় বেশ খুশি এই তরুণ।

৮৮৯ পঠিত ... ১৯:৪৬, জুলাই ১৬, ২০২০

Top