নৌকায় ভরসা রেখেও শেষমেশ বৈতরণী পার হতে পারলেন না সাহেদ

১০১২ পঠিত ... ১২:৪৭, জুলাই ১৫, ২০২০

ভূয়া করোনা টেস্টসহ নানাবিধ প্রতারণায় দায়ে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে সাতক্ষীরার সীমান্তবর্তী ইছামতি নদীর পাড় থেকে গ্রেফতার করে র‍্যাব। র‍্যাব জানায়, পালিয়ে যাওয়ার জন্য নৌকাতেই ভরসা রেখেছেন তিনি। নৌকায় করে ইছামতি নদী পাড়ি দিয়ে ভারত পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো তার। কিন্তু তিনি পারেননি। এমন বিপদসংকুল সময়ে নৌকায় ভরসা রেখেও শেষ রক্ষা হয়নি তার।

জানা যায়, নৌকায় ওঠার আগ মুহূর্তে ঘটনাস্থলে র‍্যাব হাজির হলে নৌকার মাঝি সাঁতরে পালিয়ে গেলেও বিশাল শরীরের কারণে ও সাঁতারে পটু না হওয়ায় সাহেদ পালিয়ে যেতে পারেননি।

শেষ সময়ে কী এমন হয়েছিলো? নৌকায় ভরসা রেখেও কেন পালাতে পারেননি সাহেদ? পালিয়ে যাওয়া মাঝির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমিতো লোকটাকে প্রথমে চিনি নাই। লোকটা নৌকায় উঠতে যাওয়ার আগ মুহূর্তে আমার নৌকা থেকে "এই লোক আমাদের কেউ না" বলে একটা গায়েবি আওয়াজ আসে। তখনই বুঝেছি ইনি অনুপ্রবেশকারী। সেজন্য আর নৌকায় তুলি নাই।'

প্রথমে তার ধোঁকায় পড়ে নদী পার করিয়ে দেয়ার চুক্তি করেছিলো এই মাঝি। কেমন ধোঁকা জানতে চাইলে মাঝি বলে, 'নৌকার অনেক বড় বড় কারবারির সাথে তার গলায় গলায় মিলানো অনেকগুলো ছবি দেখালো। বললো, তারাই নাকি তাকে পাঠিয়েছে। বিশেষ কাজে ভারতে যাবেন। আমি মুখ্য সুখ্য মানুষ। বিশ্বাস করেছি। পরে র‍্যাব চলে আসায় বুঝতে পারছি, উনি নৌকা পরিবারের ত্যাজ্য সন্তান।'

তবে মাঝি ওই চুক্তি অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকলেও দাবি করেন, 'আমি চুক্তির বিষয়ে কিছুই জানতাম না।'

এদিকে নৌকার প্রতি সাহেদের এমন ভালোবাসায় মুগ্ধ হয়েছে সাধারণ জনগণ। সাহেদকে নৌকা পরিবারের ইলিয়াস কাঞ্চন আখ্যা দিয়ে এমন একজন বলেন, 'বাড়ি থেকে বের করে দিলেও ইলিয়াস কাঞ্চন যেমন পরিবারকে ভুলতেন না, তেমনি সাহেদও ভুলে যাননি নৌকাকে। এমন লয়্যালিটির জন্য সাহেদকে স্যালুট।'

তবে একাধিক নৌকায় পা রাখার জন্যই ডুবলেন সাহেদ, এমনটা জানিয়ে এক নাম প্রকাশে অনিচ্ছুক নেতা বলেন, 'ওর সেলফিগুল দেখলেই বুঝবেন, দলমত নির্বিশেষে সবার সাথে সেলফি তুলেছে। দুই নৌকায় পা দিলেই যেখানে মানুষ ডুবে যায়, ও তো পা দিয়েছে ২০০ নৌকায়!'

এছাড়াও এই নেতা সাহেদের ডিফেন্স মেকানিজমের দুর্বলতা উল্লেখ করে একটি মেটাফোরিকাল মন্তব্য করেন, 'শুধু নৌকায় ভরসা রাখলে হয় না, সাঁতারটাও শিখে রাখতে হয়।'

১০১২ পঠিত ... ১২:৪৭, জুলাই ১৫, ২০২০

Top