দেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশের সকল দুর্নীতির খবর শুধুই বাংলায় প্রকাশের দাবি

৩৭৬ পঠিত ... ২০:০৩, জুলাই ১৪, ২০২০

প্রায়ই দেখা যায় বাংলাদেশের নানাবিধ দুর্নীতি, অপকর্ম, সরকারি নানান অযৌক্তিত সিদ্ধান্ত, বিভিন্ন প্রোটেস্ট ও অযৌক্তিক গ্রেফতারের খবর বিদেশি পত্রিকায় চলে আসে। যার কারণে দেশের পাশাপাশি বিদেশেও আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। দেশের রুগ্ন, ভগ্ন ভাবমূর্তি দেশেই রাখার উদ্দেশ্যে সম্প্রতি সবধরণের দুর্নীতির খবর শুধুমাত্র বাংলার প্রকাশের দাবি জানিয়েছে 'আসুন দেশের আকাম দেশেই রাখি' শীর্ষক এক মুভমেন্ট।

এই মুভমেন্টের অন্যতম এক আহবায়ক 'নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা' কবিতা শুনতে শুনতে বলেন, 'ঘরের কথা বাইরের লোকে জানা তো ঠিক না। আমাদের দুর্নীতি আমরা সমাধান করবো, হালকা বকে দিয়ে, চোখ রাঙ্গিয়ে দিয়ে ঠিক করে ফেলবো। সেজন্যই ইংরেজি ও অন্যান্য ভাষার মাধ্যমে সংবাদ প্রকাশ বন্ধ করা জরুরি।'

অন্য এক নেতা বলেন, 'বাংলা আমাদের প্রাণের ভাষা। দুর্নীতিও আমাদের প্রাণ। সো, এই দুইটা প্রাণকে সবসময় একসাথে রাখতে হবে। প্রাণের দুর্নীতিকে অন্য ভাষার কাছে বিক্রি করে দেয়া যাবে না। তাছাড়া ভালো খবর হইলে ভিন্ন কথা। দুর্নীতির কথা, শেয়ার কারনেকা চিজ হ্যা ক্যায়া!'

'আগে অন্য কোন দেশে গেলে মানুষ আমাদের বলতো, আপনি সাকিব আল হাসানের দেশের লোক না? শেখ মুজিবের দেশের লোক না? আর এখন বলে, আপনি ৩৮ লাখ টাকা দামের পর্দা ব্যবহার করা আর ৬০০০ টাকা দামের বালিশের দেশের লোক না? করোনা টেস্টের ভূয়া পদ্ধতি আবিষ্কারের দেশের লোক না?' ইদানিং এই ধরনের কথা শুনতে হয়, এমনটা জানিয়ে অন্য এক আহবায়ক বলেন, 'এইসব কথা শুনলে একটু লজ্জা লজ্জা ভাব দেখাতে হয়। কিন্তু লজ্জা না পাইয়া লজ্জা ভাব দেখাইতেও কষ্ট লাগে। দুর্নীতির খবরগুলো যদি শুধুমাত্র বাংলায় প্রকাশ হতো তাহলে লজ্জা পাওয়ার চেষ্টা করার এই সংগ্রাম আমাদের করা লাগতো না।'

ওদের দেশের দুর্নীতির খবর কি বাংলায় ছাপে, এমন হুংকার তুলে আরেক নেতা বলেন, 'কোনোদিন বাংলা পত্রিকায় কোনো দেশের দুর্নীতির খপবর দেখলাম না। তাইলে আমাদের দুর্নীতির খবর ইংরেজিতে ছাপবেন কেন?'

দেশের ভাবমূর্তি রক্ষায় 'আসুন দেশের আকাম দেশেই রাখি' মুভমেন্টের নেতারা আরো বেশ কিছু প্রস্তাবনাও দেন। শুধু পত্রিকা না, ভাবমূর্তি রক্ষায় ফেসবুক স্ট্যাটাস, টুইট সবকিছুতেই বাংলা ভাষা বাধ্যতামূলক করার মতও দেন তারা। অন্যসব ইংরেজিতে লিখুক, শুধু দুর্নীতির কথা লিখতে হবে বাংলাতে। পোস্টের নিচে হ্যাশট্যাশ সিএনএন, বিবিসি, আল জাজিরা, টেলিগ্রাফ, গার্ডিয়ান লেখা বেঈমানগুলোকে ডিজিটাল সিকিউরিটি আইনে শায়েস্তা করার কথাও বলেন এই আন্দোলনের নেতারা।

৩৭৬ পঠিত ... ২০:০৩, জুলাই ১৪, ২০২০

Top