ইউ নো নাথিং জাহিদ মালেক: স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে জন স্নো

৫২১ পঠিত ... ১৮:৫০, জুলাই ১৪, ২০২০

ভুয়া করোনা টেস্ট করানো রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরে চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। কিন্তু চুক্তির বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সাহেবের অনুরোধে তিনি সেখানে গিয়েছিলেন বলেও দাবি করেন।

এই খবরটি দেশ ও পৃথিবীর সীমা ছাড়িয়ে পৌঁছে গেছে বেয়ন্ড দ্যা ওয়ালেও। কিছুই না জানার জন্য বিখ্যাত গেম অফ থ্রোনস চরিত্র জন স্নো প্রতিক্রিয়া জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেছেন, 'ইউ নো নাথিং, জাহেদ মালিক!'

অনেকটা বিস্ময়ের সুরেই তিনি বলেন, 'ফার্মাসিস্টের কাজ কী এইটা আপনি জানেন না, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরে কোথায় কী হচ্ছে আপনি জানেন না। এমনকি একটা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, সেখানে আপনি নিজে ছিলেন, কিন্তু চুক্তির ব্যাপারে কিছুই জানতেন না, নাউ দিস ইজ টু মাচ!'

রিজেন্ট গ্রুপের সাথে চুক্তি অনুষ্ঠানের ছবি, যেখানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী চুক্তির ব্যাপারে কিছুই জানতেন না।

কত অজানা এই পৃথিবীতে, এ ব্যাপারে আরও একবার বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, 'ইগ্রিটকে যদিও দেখায়ে দিছিলাম কী জানি না জানি। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, আপনি জানেনটা কী?'

আমিও ড্যানেরিসের অনুরোধেই কিংস ল্যান্ডিংয়ে গিয়েছিলাম, এমন স্মৃতিচারণ করে তিনি হালকা আবেগপ্রবণ কন্ঠে বলেন, 'আমি কিছু জানি না। শুধু জানি শি ওয়াজ মাই কুইন। তবু যখন কিংস ল্যান্ডিংয়ে ড্রাগনের ভয়ংকর আগুনের শিখা ছড়িয়ে পড়লো করোনাভাইরাসের মতো, আমি কিন্তু সেই দায় নিজের মাথায় নিয়েই আয়রন থ্রোনটাও ছেড়ে দিয়েছি।'

তবে মন্ত্রীদের অনেকেরই দায় নেয়ার অভ্যাস নেই, এমন মত জানিয়ে তিনি বলেন, 'টাইউইন ল্যানিস্টারের মতো অনেক শিক্ষিত মন্ত্রীরাও দায় স্বীকার করে পদ ছাড়তে চান না।

ওয়ালের এপারে প্রত্যক্ষভাবে আবারও রাজনীতিতে আসতে চান কিনা, এমন প্রশ্ন করলে জন স্নো কিছুক্ষণ চুপচাপ ইমোশনাল চোখে তাকিয়ে থাকেন। তবে অবশেষে বললেন, 'স্বাস্থ্যমন্ত্রী পদটা খালি হলে, জাস্ট সেন্ড মি এ রেভেন। হি নোজ নাথিং, আই অলসো নো নাথিং।'

বেয়ন্ড দ্য ওয়ালে করোনার কোনো সংক্রমণ নেই, এমনটা নিশ্চিত করে জন স্নো আরও বলেন, 'মানুষ বা ওয়াইল্ডলিং, এখানে একজনেরও এখনও করোনা ধরা পড়েনি। আমরা কাউকেই এখনও টেস্ট করাইনি, সেটা অন্য কথা। তবে শীঘ্রই সিটাডেল থেকে ভ্যাকসিন আসছে...'

৫২১ পঠিত ... ১৮:৫০, জুলাই ১৪, ২০২০

Top