সিরিজ দেখা শেষে 'সমাপনী সার্টিফিকেট' চায় নেটফ্লিক্স-অ্যামাজন প্রাইম ইউজাররা

৬৫৭ পঠিত ... ১৫:২১, জুলাই ১৪, ২০২০

গত কয়েকদিন ৫-১০ দিনের অনলাইন কোর্সের সার্টিফিকেটের ছবি আপলোডে ছেয়ে গেছে ফেসবুক (আলহামদুলিল্লাহ সম্বলিত ক্যাপশনসহ)। অথচ লকডাউনসহ সারাবছর নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এইচবিওতে রাতদিন এক করে টিভি সিরিজ দেখেও ইউজাররা এভাবে শো-অফ করতে পারে না। আলহামদুলিল্লাহ লিখে সার্টিফিকেট আপলোড দিয়ে তারাও জানাতে চায় 'তারা শুয়ে বসে থাকে না, ফ্রি সময় তারাও কাজে লাগায়'। তারাও চায় 'সমাপনী সার্টিফিকেট'।

নেটফ্লিক্স, এইচবিও, অ্যামজন প্রাইম সহ অন্যান্য সব প্লাটফর্মের উদ্দেশ্য এক বাংলাদেশি ইউজার বলেন, 'আমাদের দেশে ১৫ দিনের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখলেও প্যাঁচানো লেখার সুন্দর ডিজাইনের আকর্ষণীয় একটা সার্টিফিকেট পাওয়া যায়। অথচ বছরের পর বছর অপেক্ষা করে ফ্রেন্ডস, ডার্ক, ব্রেকিং ব্যাড, গেম অফ থ্রোনসের মতো ম্যারাথন টিভি সিরিজগুলো প্রতিটি এপিসোড খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর আমরা একটা সার্টিফিকেট পাবো না, তা কী করে হয়!'

ডার্ক টিভি সিরিজ তৃতীয়বার রিভাইজ দেয়া একজন বলেন, 'ডার্ক বুঝে দেখা মডার্ন ফিজিক্সের পিএইচডির চেয়ে কোন অংশে কম বলেন। আর একটুও ফাঁকিবাজি করছি না, টানা তৃতীয়বার দেখছি, না বুঝলে আরো ৩ বার দেখবো। এত অধ্যবসায়ের পর যদি একটা সার্টিফিকেটই না পাই এর চেয়ে অপমূল্যায়ন আর কী হইতে পারে বলেন।'

সিরিজ অনুযায়ী বিভিন্ন একাডেমিক কোর্সের সমমান ডিগ্রির কথাও বলেন এই ইউজার। গেম অফ থ্রোনস, ফ্রেন্ডস, বিগ ব্যাং থিওরির মতো টিভি সিরিজ শেষ করাদের সেশনজটসহ স্মাতক সম্মান ডিগ্রি। ডার্ক, লর্ড অফ রিংকস, ব্রেকিং ব্যাড সিরিজগুলোর জন্য সেশনজট ছাড়া স্মাতক ডিগ্রি। সেক্রেড গেমস, চেরনোবিল, মির্জাপুর এর মতো সংক্ষিপ্ত সিরিজের জন্য অনায়াসে আইবিএ ইবিনিং এমবিএর সমমান ডিগ্রি দেয়া যায়।

এইসব সার্টিফিকেটের প্রাতিষ্ঠানিক ভ্যালুর কথাও বলেন একজন। বলেন চাকরি ক্ষেত্রে এইসব সমাপনী সার্টিফিকেটের মাধ্যমে প্রার্থীদের ধৈর্য, অধ্যবসায়ের মতো ক্রাইটেরিয়া মূল্যায়ন করার কথা। এছাড়া বুয়েট অ্যাডমিশন টেস্টে ডার্ক শেষ করাদের অগ্রাধিকার দেয়া, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পরীক্ষা ছাড়াই গেম অফ থ্রোনসের দর্শকদের ভর্তির সুযোগ দেয়ার প্রস্তাব দিয়ে তিনি আরো বলেন, 'দিনের পর দিন, রাতের পর রাত, বাবা-মায়ের বকা শুনে এইসব সিরিজ দেখি। ধৈর্য আর অধ্যবসায় না থাকলে সম্ভব বলেন? এইসব তো চাকরি ক্ষেত্রে দারুণভাবে কাজে লাগবে। ডার্ক দেখার জন্য অনেকে বুয়েটের ভাইয়ার কাছে কোচিংও করেছে! প্যাশনটা দেখছেন! এরপর তো তাদেরকে ডেকে নিয়ে বুয়েটের ইলেট্রিক্যালে ভর্তি করায়ে দেয়া উচিত।'

ফেসবুকে স্ট্যাটাস দেয়া বা সমালোচনা করার ক্ষেত্রেও এই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করার দাবির জানিয়ে একজন বলেন, 'আগে দেখতে হবে, পরে ফেসবুক স্ট্যাটাস। কে দেখেছে কে দেখে নাই, সার্টিফিকেট থাকলেই ঠিকঠাক বোঝা যাবে।'

অ্যামাজন প্রাইম, হুলু, নেটফ্লিক্সের পাশাপাশি টরেন্ট ও বিভিন্ন চোরাই সাইট থেকে সিরিজ নামিয়ে দেখাদেরও সার্টিফিকেট দেওয়ার দাবি করে অনেকে বলেন, 'টাকা পয়সার অভাবে চুরি করে হলেও তারা কোর্স কমপ্লিট করছে। এদের ডেডিকেশন আরো বেশি। তাদেরকে জেলের ছেলে কিংবা চাঁদের আলোয় পড়ে জিপিএ ফাইভ পাওয়া ক্যাটাগরিতে সার্টিফিকেট দেয়া যেতে পারে।'

৬৫৭ পঠিত ... ১৫:২১, জুলাই ১৪, ২০২০

Top