আত্মসমর্পণ না করে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হতে চান সাহেদ

৬১৫ পঠিত ... ১৪:২১, জুলাই ১৪, ২০২০

দুর্নীতির দায়ে পলাতক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, 'সে যে অন্যায় করেছে, তার জন্য ইতোমধ্যে র‌্যাব ব্যবস্থা নিয়েছে। তাকে খোঁজা হচ্ছে। সে যেখানেই থাকুক, তাকে আত্মসমর্পণ করতে হবে, না হয় পুলিশ তাকে ধরে ফেলবে।'

এই খবরটি দেখে সাহেদ নিজেই আমাদের ভিডিও কল দেন। তিনি চিন্তিত কন্ঠে জানান, 'আত্মসমর্পণও একটা স্লো প্রসেস বলে আমার মনে হয়। আমার অভিজ্ঞতায় দেখেছি, নরমালি ধরা পড়া তো খুবই লং প্রসেস, ইভেন আত্মসমর্পণ করলেও পুলিশ যত দ্রুত আসে, ডিজিটাল নিরাপত্তা আইনে তার চেয়ে দশগুণ দ্রুতগতিতে আসে। তাই ভাবছি, সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতেই ধরা দেবো...'

সরকারের সমালোচনা করে নানান স্ট্যাট্যাস লেখা প্র্যাকটিস করছি, এমনটা জানিয়ে তিনি বলেন, 'কাদের সাহেবকে ক্রিটিসাইজ করে মাত্র একটা স্ট্যাটাস লিখলাম। পড়ে দেখেন তো এরেস্ট হওয়ার চান্স কেমন?'

এ পর্যায়ে তিনি স্ট্যাটাসটি আমাদের মেসেঞ্জারে ফরোয়ার্ড করলে আমরা তীব্র আতঙ্কে মেসেজটি ন্যুডের মতো একবার দেখেই ডিলিট করে দেই।

টুকটাক কার্টুন আঁকার চেষ্টা করছেন বলেও জানালেন তিনি। কিন্তু খুব একটা সফল হতে না পেরে হতাশ গলায় বললেন, 'দুইদিন ধরেই চেষ্টা করছি। কাঁর্টুন হয় না। কিছুদিন আগে কার্টুন আঁইকা গ্রেফতার হইলো না একজন? ওর কার্টুনগুলার লিংক দিয়েনতো ভাই। ওইগুলাই নিজের নামে চালিয়ে দিবো। তবে ব্যাকাত্যাড়া বকের ঠ্যাং আঁকলেই তো গ্রেফতার হওয়ার চান্স বেশি ভাই, কী বলেন? ওরা বলবে বিকৃত করছি... হা হা হা...'

ডিজিটাল নিরাপত্তা আইনকে 'আনঅফিশিয়াল দ্রুত বিচার আইন' হিসেবে অভিহিত করে তিনি বলেন, 'কত বড় বড় অপরাধী বছরের পর বছর প্রকাশ্যে চলেফিরেও গ্রেফতার হয় না, অথচ ফেসবুকে জাস্ট স্ট্যাটাস দিয়েই ক্লাস নাইনের একটা ছেলে একদিনের মধ্যে গ্রেফতার হয়ে যায়! ভাভা যায় এগ্লা? আমি নিশ্চিত, সরকারকে ব্যঙ্গ করে কিছু লিখলে বা আঁকলেই আমি যেখানেই থাকি না কেন, পুলিশ আমাকে আজকেই খুঁজে বের করে ফেলবে।'

এ পর্যায়ে তিনি জানালেন মনের একেবারে গহীন কোনায় লুকিয়ে থাকা (তিনি যেমন লুকিয়ে আছেন) একটি 'না পাওয়া বেদনা'র কথা, 'ড. সাবরিনাকে গ্রেফতার হতে দেখে হতাশ হয়ে পড়েছিলাম। এত বড় লেভেলের বাটপারি করে এতদিন চলছি, অথচ কোথাকার সাবরিনা আমার আগে গ্রেফতার হয়ে গেলো? তাই ঠিক করেছি, দ্রুত একটা স্ট্যাটাস দিয়ে একবারে সাদা পোশাকের ভাইদের সঙ্গে মাইক্রোতে উঠবো।'

সাদা পোশাকের পুলিশের সাথে সেলফি তুলতে চাই, এমন গোপন আকাঙ্ক্ষার কোথাও তিনি আমাদের জানান।

৬১৫ পঠিত ... ১৪:২১, জুলাই ১৪, ২০২০

Top