বাংলাদেশের ডাল উৎপাদনের খবরকে 'ভাইরাস বোমা' বলায় বাংলাদেশিদের ক্ষোভ

৩৯৩ পঠিত ... ১৭:১৪, জুলাই ১১, ২০২০

সম্প্রতি ইতালির স্বনামধন্য পত্রিকা 'লা ম্যাসেগেরো' বাংলাদেশের একটি খবরকে লিড নিউজ করে। eআরকির বিশেষ অনুবাদের মাধ্যমে জানা যায়, খবরটি মূলত বৈশ্বিক ডাল উৎপাদনের প্রতিযোগিতায় বাংলাদেশের শীর্ষস্থান দখলের খবর। তবে সম্প্রতি ইতালির ওই পত্রিকাসহ আরো বেশকিছু পত্রিকার বরাত দিয়ে বাংলাদেশের বেশ কিছু পত্রিকা ডাল প্রতিযোগিতায় শীর্ষস্থান দখলের এই খবরকে বাংলাদেশের ভূয়া করোনা টেস্টের কারণে ইতালির সাথে বাংলাদেশের ফ্লাইট বন্ধের খবর বলে চালিয়ে দেয়। (তবে এছাড়াও দৈনিক ইত্তেফাক 'ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশিদের ভাইরাস বোমা বলেছেন' এই আসলেই ভ্রান্ত সংবাদটিও প্রচার করে) ইতালিয়ান পত্রিকার এমন মিথ্যাচারের তীব্র প্রতিক্রিয়া ও এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ।

এমনই ক্ষুব্ধ এক বাংলাদেশি বলেন, 'ইতালির প্রধানমন্ত্রী এমন নোংরা, নির্লজ্জ মিথ্যাচারে অবাক হচ্ছি। ডাল উৎপাদনে আমরা যখন শীর্ষে তখন তারা এটাকে করোনাভাইরাসের সাথে মিলিয়ে বিশ্ববাসীর কাছে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে। উনি হয়তো ইতালিয়ান ভাষা ঠিকঠাক জানেন না, তাই খবরটি পড়ে ভুল বুঝেছেন।' ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আংশিক একমত হয়ে অবশ্য পরে আরও বলেন, 'একেকজন বাংলাদেশি একেকটা ভাইরাসের বোমা, কথা ঠিক আছে। তবে আত্মঘাতী বোমা।'

অন্য একজন বলেন, 'তাদের দেশে হয়তো দ্রুতই করোনাভাইরাসের সেকেন্ডওয়েভ শুরু হতে যাচ্ছে। এ দায় তারা বাংলাদেশের উপর চাপায়ে দিতে চায়। সেজন্যই এমন মিথ্যাচার।'

এক ফ্রিল্যান্স অনলাইন কুটনীতিক বলেন, 'করোনাভাইরাস পরীক্ষায় সবচেয়ে দ্রুততম সময়ে রেজাল্ট, মানে টেস্ট না করেই করোনা শনাক্তের প্রযুক্তি আছে আমাদের। আর সেই আমাদের করোনা টেস্ট নিয়াই নাকি প্রশ্ন। এরা কি ডাল খায়!' ইতালিয়ানদের বিদেশি নকল, দুই নাম্বার ও মেয়াদোত্তীর্ণ ডাল না খেয়ে বাংলাদেশি খাঁটি ডাল খাওয়ার পরামর্শও দেন এই গুণী কুটনীতিক।

তবে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এক বিশিষ্ট ফেসবুক সেলিব্রেটি বলেন, 'আসলে তারা আমাদের উপর দোষ চাপিয়ে করোনাভাইরাস মোকাবেলায় আমাদের দ্রুততম প্রযুক্তিগুলোর সাহায্য চায়। সেজন্যই মিথ্যাচার করছে। মূলত আমাদের ভেতরে গিলটি ফিল তৈরি করে আমাদের সাহায্য নেয়ার ধান্দা।'

ইতালির প্রধানমন্ত্রীর এমন উদ্দেশ্য জানতে পেরে উক্ত ফেসবুক সেলিব্রেটির পোস্টে কমেন্ট করে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম বলেন, 'রঙ্গমঞ্চের মাধ্যমে জীবনের নবরূপায়ণই নাটক। পত্রিকায় এমন রঙ্গের খবর ছেপে ওরা আসলে নাটক করছে। সেজন্যই ওখানে করোনাভাইরাসের নবরূপায়ণ শুরু হয়েছে।'

৩৯৩ পঠিত ... ১৭:১৪, জুলাই ১১, ২০২০

Top