সাহেদের সাথে সেলফি না থাকায় হতাশায় মুষড়ে পড়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা

১৭৮৬ পঠিত ... ০০:০৫, জুলাই ১০, ২০২০

ক্ষমতাবান, ধনকুবের কিংবা উপরের লেভেলের লোক, প্রায় সবার সাথেই সেলফি তুলেছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও বাটপারিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া মো. সাহেদ। অবস্থা এখন এমনই, সাহেদের সঙ্গে সেলফি থাকাটাই যেন স্ট্যাটাস সিম্বল হিসেবে বিবেচিত হচ্ছে। সাহেদের সঙ্গে যাদের ছবি নেই, হতাশায় তাই মুষড়ে পড়েছেন এমন নেতাকর্মীরা।

ফেসবুকে নিজের টাইমলাইন ফটোস অ্যালবামটি তন্নতন্ন করে খুঁজতে খুঁজতে এক পাতি নেতা বলেন, 'আছে, অবশ্যই আছে। সকাল থেকে খুঁজতেছি। আমার অন্যান্য সব রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সাথেই সাহেদের ছবি দেখলাম। আমার সাথে না থাকার প্রশ্নই ওঠে না। আপনারা একটু ওয়েট করেন আমি এখনই পোস্ট দিচ্ছি।' তবে এর কিছুক্ষণ বাদেই ওই পাতিনেতার একাউন্টটি ডিএক্টিভেট হয়ে যায়।

নিজেকে এলাকার ত্রাস হিসেবে পরিচয় দেয়া এক রাইজিং নেতা হতাশ গলায় জানান, 'নতুন বিয়ে করছিলাম। বউয়ের সামনে প্রেস্টিজ চলে গেলো। সে আজকে আমারে বলছে- তুমি যদি ক্ষমতাবান হইতা, সাহেদ লোকটা ঠিকই তাইলে তোমার সাথে এটলিস্ট একটা ছবি তুলতো। ফেসবুকে এত লোকের সঙ্গে তার ছবি দেখলাম, তোমার সাথে তো দেখলাম না! বুঝা হয়ে গেছে তোমার ক্ষমতা।'

এই পর্যায়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আমাদের প্রতিবেদকের কাছে eআরকির #সাহেদেরসাথেসেলফি নামক কর্মসূচির লিংক চান।

শুধু নেতাকর্মী নয়, অনেক ধনকুবের ও বড় ব্যবসায়ীরাও হতাশ হয়ে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক বলেন, 'আমার সাথে সে সেলফি তুললো না কেন? আই জাস্ট কান্ট আন্ডারস্ট্যান্ড! একবার দেখাও হয়েছিল। নিশ্চয়ই তুলেছে। হয়তো পোস্ট দেয়নি।'

এদিকে ক্ষমতাসীন একজন মন্ত্রী আজ সকালেই সাহেদের সঙ্গে তার কোনো সেলফি নেই তা আবিষ্কার করার পর সারাদিন কারো সঙ্গে কথা বলেননি। অফ দ্য রেকর্ডে লিখে জানিয়েছেন, বেশি ডিপ্রেসড লাগলে হয়তো পদত্যাগও করতে পারেন।

এ ব্যাপারে একজন ফিজিক্সে পড়া পলিটিকাল এক্সপার্ট জানান, 'ক্ষমতার একক আগে জানতাম ওয়াট। এখন মনে হচ্ছে সাহেদের সঙ্গে সেলফি থাকাই ক্ষমতার মূল একক। যার সাথে সাহেদের যত বেশি সেলফি, তার তত ক্ষমতা। তবে যাদের সাথে একটাও সেলফি নেই, তাদের কোনো হম্বিতম্বিতে কখনো বিশ্বাস করবেন না।'

এরপর তিনি মানিব্যাগে লেমোনেটিং করা তার সঙ্গে সাহেদের একটি সেলফি দেখিয়ে eআরকির প্রোফাইল পিকচার ফ্রেমটির ভূয়সী প্রশংসা করেন।

১৭৮৬ পঠিত ... ০০:০৫, জুলাই ১০, ২০২০

Top