ডাল উৎপাদনের বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ শীর্ষে: ইতালির পত্রিকায় খবর

২১৩৮ পঠিত ... ২৩:৩৪, জুলাই ০৮, ২০২০

ভালো খবর বাংলাদেশে থেকে খুঁজে পাওয়া খুবই কঠিন। আর তার উপর আবার বিদেশি পত্রিকায়? এমন চমকপ্রদ ঘটনাই ঘটেছে, ইতালির 'লা ম্যাসেগেরো' (এল উল্টো করে, সম্ভবত এর মানে দৈনিক মেসেঞ্জার। আমরা ইতালিয়ান মুভি ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখি) পত্রিকায় ছাপা হয়েছে বাংলাদেশের ডালের খবর। পরিষ্কার ইতালিয়ান ভাষায় সেখানে লেখা, 'ডাল বাংলাদেশ কন টেস্ট ফালসি' অর্থাৎ, ডাল প্রতিযোগিতায় শীর্ষে বাংলাদেশ। সেখান থেকেই ইতালিয়ান একেবারেই না জেনেও বুঝতে পারা যায়, বিশ্বে ডাল উৎপাদনে সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

যদিও একটি পক্ষ দাবি করেছে, এই ইতালিয়ান বাক্যটির অর্থ- From Bangladesh with fake test, অর্থাৎ বাংলাদেশে ভুয়া করোনা পরীক্ষার খবর ছাপা হয়েছে। এমনকি বাংলাদেশি করোনা টেস্টের উপর ভরসা করা না যাওয়ায় বাংলাদেশ থেকে কাউকে ইতালিতে ঢুকতে দেয়া নিরাপদ কিনা, সে প্রসঙ্গেও নাকি কথাবার্তা বলা হয়েছে। তবে এ রকম সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিয়ে একজন উন্নয়নবিদ বলেন, 'ডালখোরদের মতো কথা বলবেন না তো!'

গণমানুষের মধ্যেও হাসিমুখ দেখা যায়নি। কারণ মাস্ক পরা ছিল। কিন্তু ফেসবুকে দেখা গেছে হাসির ইমো। উত্তেজিত হয়ে ওঠা এক বাঙালি তরুণ কমেন্টে বলেন, এখন আর কেউ বলতে পারবে না জীবনে তোমরা কী বা* ফেলসো? এইযে, ফালসি! বাংলাদেশ ডাল কনটেস্ট ফালসি...'

তিনবার গডফাদার দেখা এক অনলাইন ইতালীয় ভাষাবিদ বলেন, 'স্পষ্ট ইতালিয়ানে লেখা, ডাল প্রতিদ্বন্দ্বিতার কথা। বাংলাদেশ সেখানে অনেক বড় স্পেস রেখে এগিয়ে। দেখুন, কন আর টেস্টের মধ্যে ফাক রেখেছে। মানে বাকিরা তো কনটেস্টেই নাই!'

ফেসবুকার তরুণ খায়রুল জানালেন, 'কী খবর জানি না, তবে জীবনে এই প্রথম একটা ইতালিয়ান পত্রিকা পড়তে পারলাম, এইটাই বেশি ভালো লাগতেছে। কিছুই বুঝলাম না কিন্তু ভাল্লাগলো। ওদেরকে বাংলাদেশের খবর ছাপানোর জন্য ধন্যবাদ।'

বাসায় বোর হতে থাকা এঞ্জেল রাজকন্যা ফেসবুকে লেখেন, 'লাইফটা একদম ডাল। বাংলদেশ ডাল উৎপাদনে টপে, এটা তো ঠিকই আছে।'

ইতালীয় পত্রিকাটি অবশ্য, স্পষ্ট করে বলেনি যে এই ডাল ঠিক কোন জাতের ডাল, মসুরের, মুগ নাকি খেসারি। তবে এর মধ্যেই কিছু নেশাজীবীরা একটি অন্য ধরনের 'ডাল' ভেবে আজ সন্ধ্যা থেকেই আসর জমিয়ে উদযাপন শুরু করেন।

২১৩৮ পঠিত ... ২৩:৩৪, জুলাই ০৮, ২০২০

Top