বাজারে এলো কাঁঠালের সুগন্ধযুক্ত এয়ারফ্রেশনার, ব্যবহৃত হচ্ছে ক্লোরোফোর্মের বিকল্প হিসেবে

৭১৪ পঠিত ... ২১:১৬, জুলাই ০৮, ২০২০

কাঁঠালের দুঃখের দিন শেষ। বাংলাদেশে প্রচুর পরিমাণ কাঁঠাল উৎপাদিত হলেও মানুষের কাছে কাঁঠাল গরুর (বাংলা একাডেমির নতুন নিয়ম জানার আগে লেখা) খাবার হিসেবে অধিক পরিচিত। এই কারণে ফলসমাজে কাঁঠাল ছিলো অবহেলার পাত্র। তবে এবার জাতীয় ফলের দুঃখ মোচন করতে DigBuzzy আনলো কাঁঠালের সুগন্ধযুক্ত এয়ারফ্রেশনার। কাঁঠালের সুগন্ধে এবার মাতোয়ারা হবে দেশ। 

আইডিয়া ও ভিজ্যুয়াল: DigBuzzy

সকালে কাঁঠাল সহযোগে মুড়ি খেয়ে আমাদের প্রতিবেদক সঙবাদ সংগ্রহের কাজে ঝাপিয়ে পড়েন। কথা হয় DigBuzzy পেজের অন্যতম উদ্যোক্তা আদনানের সাথে। কাঁঠালের সুগন্ধযুক্ত এয়ারফ্রেশনার শরীরে ছিটিয়ে তিনি কথা শুরু করেন, 'এক সময় আমরা খুব গরিব ছিলাম। ভাত খাওয়ার পর স্বাস্থ্য ভালো রাখার জন্য যে পুষ্টিকর ফল খেতে হতো সে অবস্থা ছিল না আমাদের। সপ্তাহে হয়তো তিনদিন বিরিয়ানির পর কাঁঠাল পেতাম।' এতটুক বলার পর টিস্যু দিয়ে চোখ মোছেন তিনি। আবার এক দফা কাঁঠালের সুগন্ধযুক্ত এয়ারফ্রেশনার মেরে বলা শুরু করলেন, 'আমাদের দুঃখের সাথী ছিল কাঁঠাল। তাই কাঁঠালকে আমি তার দুঃখ থেকে মুক্তি দিলাম। এখন কাঁঠালের সুগন্ধে মাতোয়ারা হবে বিশ্ব। এই সুগন্ধ আঠার মতো আপনার গায়ে এবং ঘরে সারাদিন লেগে থাকবে।'

আদনানের কথার প্রমাণ আমরা পাই কয়েকজন ব্যবহারকারীর সাথে কথা বলে। একজন বলছিলেন, 'আমার কিছুতেই চাকরি হচ্ছিল না। রিটেন পাশ করি। কিন্তু বারবার ভাইভায় গিয়ে ধরা খাই। এরপর গায়ে কাঁঠালের সুগন্ধযুক্ত এয়ারফ্রেশনার মেরে গেলাম। ব্যস। কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে বলল আপনার চাকরি হয়ে গেছে।'

তবে ইন্টারভিউ বা ভাইভায় এই সুগন্ধি ব্যবহার করে যাওয়ার আগে ইন্টারভিউ বোর্ডে ‘কাঁঠাল পছন্দ করেন না’ এমন কেউ থাকলে ঝুঁকি আছে বলেও জানান তিনি।

আরেকজন জানান, ‘কারো ধুমপান এবং অন্যান্য পিনিকের (নাম উল্লেখ করেননি তবে আমরা বুঝে নিয়েছি ধোয়া উদ্রেককারী কিছু) বদভ্যাস থাকলেও এই এয়ারফ্রেশনার খুবই কার্যকর। ঘরে একটু স্প্রে করে দরজা খুলেই বলবেন কাঁঠাল খাচ্ছিলাম… কেউ ধরতেই পারবে না।

এছাড়া যারা আঠার কারণে কাঁঠাল খেতে পারেন না, তারা যেকোনো ফলে এটি স্প্রে করেই কাঁঠালের ফিল নিয়ে খেতে পারবেন। গোঁফ থাকলেও এটি ব্যবহারের জন্য গোঁফে তেল দেয়ার কোনো প্রয়োজন নেই।

তবে বাজারে ক্রেজ সৃষ্টি করা এই প্রোডাক্টটির কিছু সাইড ইফেক্ট সম্পর্কেও জানা গেছে। কাঁঠালের গন্ধ যারা একেবারেই সহ্য করতে পারেন না তাদের অনেকেই এটির গন্ধে অজ্ঞান হয়ে যাচ্ছে। মার্কেটে আসার সাথে সাথেই ঢাকার মোহাম্মদপুরের কয়েকজন ছিনতাইকারী সবগুলো এয়ারফ্রেশনার কিনে ফেলায় তাই বর্তমানে এটি স্টকআউট।                            

৭১৪ পঠিত ... ২১:১৬, জুলাই ০৮, ২০২০

Top