আজ থেকে ২১ দিনের লকডাউনে ওয়ারী, তবে এলাকাবাসী বললেন, 'ডোন্ট ওয়ারি'

৩৭৫ পঠিত ... ২০:০৭, জুলাই ০৪, ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের লাগাম টানতে আজ শনিবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য রাজধানীর ওয়ারী এলাকার একাংশে লকডাউন কার্যকর করা হয়েছে। লকডাউন চলবে ২৫ জুলাই পর্যন্ত। শনিবার ভোর থেকে ওই এলাকার মানুষের অবাধ যাতায়াত, সড়ক, গলি ও গলির মুখ কার্যকরভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

অথচ লকডাউনের মধ্যেই গাড়িবহর নিয়ে ঢুকলেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী। বললেন, সবকিছু চলছে ঠিকঠাক।

এই কর্মকর্তার মতো 'ডোন্ট ওয়ারি' বডিল্যাংগুয়েজ দেখা গেলো কিছু এলাকাবাসীর মধ্যেও। দুই আঙুলে ভি চিহ্ন দেখিয়ে এক বাসিন্দা হাসিমুখে (বুঝতেই পারছেন মাস্ক ছিল না) জানান, 'পূর্ব রাজাবাজারও তো লকডাউন ছিল। কিছু কি সেখানে বন্ধ ছিল নাকি? তাই দুশ্চিন্তা করছি না। অন্যদেরকেও বলছি, ডোন্ট ওয়ারি।'

এই ২১ দিনের লকডাউন সামনে রেখে কী প্রস্তুতি নিয়েছেন, এমন প্রশ্ন করলে একজন জানালেন, 'প্রস্তুতি হিসেবে বাঁশের চিপা দিয়ে কীভাবে শরীর গলিয়ে বের হতে হয়, তা শিখেছি। এছাড়া পুলিশ দেখলেই অতি দ্রুত মাস্ক পরে ফেলার মতো ছোট ছোট স্কিলও আয়ত্ত্ব করেছি। আশা করছি খুবই থ্রিলিং তিনটা সপ্তাহ কাটবে।'

ওয়ারীতে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল একেবারে প্রথম দিকে, পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এবারের লকডাউন না মানা হলে সামনে আরও বড় বিপর্যয় হতে পারে। এ নিয়ে কি দুশ্চিন্তা করছেন না? এমন প্রশ্ন করলে আরেক বাসিন্দা নিজের কানে হেডফোন গুজে বব মার্লের মতো করে গাইতে থাকেন, 'ডোন্ট ওয়ারি, বি হ্যাপি... ডোন্ট ওয়ারি, বি হ্যাপি...'

৩৭৫ পঠিত ... ২০:০৭, জুলাই ০৪, ২০২০

Top