আবিষ্কৃত হলো বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের বাংলাদেশ শাখা

১২৯১ পঠিত ... ১৯:৩৬, জুলাই ০৪, ২০২০

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নির্দশন উত্তর আমেরিকার নায়াগ্রা জলপ্রপাত দেখার জন্য ক্রোশ ক্রোশ পথ পাড়ি দিয়ে আমেরিকা কিংবা কানাডা যেতে হবে না আর। বাংলাদেশ এলজিআরডি মন্ত্রণালয়ের অবদানে এবার ঘর থেকে দু পা ফেললেই দেখা যাবে নায়াগ্রা। নুরে আলম সিদ্দিকি নামের এক ফেসবুকার নিজের বাড়ির সামনে আবিষ্কৃত হওয়া নায়াগ্রা জলপ্রপাত বাংলাদেশ শাখার একটি ছবি পাঠিয়ে বলেন, 'সকালে ঘুম থেকে উঠে রাস্তার উপর এই অপরূপ সুন্দর জিনিস দেখতে পাই। খুব সম্ভবত রাতে প্রচন্ড বৃষ্টির মধ্যে পরীরা এসে এটি তৈরি করে দিয়ে গেছে।'

 

তবে এটিকে পরীদের কাজ বলে মানতে নারাজ স্থানীয় সচেতন সমাজ। সস্তা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারে রাস্তা ভেঙ্গে এমনটি হয়েছে বলে এলজিআরডিকে দোষ দেন তারা। তবে এলজিআরডি এই দায় নিতে অস্বীকৃতি জানিয়ে বলে, 'আমাদের রাস্তা কোন মানুষের পক্ষে ভাঙ্গা সম্ভব না। এই কাজ আসলে পরী বা জ্বিনরাই করছে।'

তবে ফেসবুকে ভাইরাল হওয়া নায়াগ্রা জলপ্রপাত বাংলাদেশ শাখার এই ছবি সারাবিশ্বে বিস্ময়ের জন্ম দেয়। অতঃপর সারাবিশ্বের দর্শনার্থী এটার প্রতি আগ্রহ প্রকাশ করলে নতুন এক প্রজ্ঞাপনে বিউটি বেসিসের আওতায় সারাদেশে নায়াগ্রা জলপ্রপাত নির্মাণের প্রকল্প হাতে নেয়ার কথা জানায় এলজিআরডি।

 

'একটি রাস্তা একটি নায়াগ্রা' নামক এই নতুন প্রকল্পে দেশের সকল মানুষের হাতের নাগালে একটা করে নায়াগ্রা থাকবে বলে জানা যায়। এক কর্মকর্তা আরও বললেন, 'সারাদেশে নতুন নির্মিত হওয়া রাস্তাগুলোতে নায়াগ্রা মডেল ফলো করা হচ্ছে। আশা করছি এই বর্ষাতেই সবার বাড়ির সামনের রাস্তায় নায়াগ্রা ফল উন্মুক্ত হবে। যেগুলো এই বর্ষায় হবে না সেগুলো সামনের বর্ষায় হবে।'

কোন কোন রাস্তা যদি নায়াগ্রায় পরিণত হতে বেশি সময় নেয়, সেগুলোর জন্য ওয়াসার সাথে যোগাযোগ করার পরামর্শও দেন তারা।

বাংলাদেশে নায়াগ্রা জলপ্রপাত নির্মাণের প্রাথমিক প্রতিক্রিয়ায় হাসান মাহমুদ নামের একটি ফেইক আইডি আমাদের মেসেজ দিয়ে বলেন, 'আমাদের দেশ যে আমেরিকা, কানাডার সমান উন্নত এবার বিশ্বাস হলো তো!'

১২৯১ পঠিত ... ১৯:৩৬, জুলাই ০৪, ২০২০

Top