গরিব শিক্ষার্থীদের মাঝে মেগাবাইট উপহার দিলেন দানবীর তাতেম তাই

৩৩৩ পঠিত ... ১৮:১৬, জুলাই ০১, ২০২০

ঘুম থেকে উঠে সাধের বিছানা ছেড়ে ক্লাসে যেতে মোটেও ইচ্ছে করতো না তাতেম তাইয়ের। শিক্ষাজীবনে এমন কোন দিন নেই ঘুমের কারণে ক্লাস মিস করেননি তিনি। কখনো কখনো স্বাদের বিছানার প্রেমে পড়ে পরীক্ষাও মিস করেছেন। ক্লাসের সময়ে তাতেম বিছানায় শুয়ে শুয়ে ভাবতেন, ইশ যদি বিছানায় শুয়েই ক্লাস করা যেতো, পরীক্ষা দেয়া যেতো! কিন্তু সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা তাতেমের সময়ে প্রযুক্তি এত এগিয়ে ছিলো না। ল্যান্ডফোনের ঘ্যারঘ্যার শব্দের ইন্টারনেটে একটা পেজ লোড হতেই ঘন্টা চলে যেতো। ইন্টারনেট স্পিডের অভাবে ব্যাকলগের যাতাকলে পিষ্ট হয়ে তাতেমের শিক্ষা জীবনও আর আগাতে পারেনি, মায়ের বকুনিতে ঠিকঠাক ঘুমাতো পারেননি।

সেই তাতেম এবার এগিয়ে এসেছেন দানবীর হয়ে। করোনার কারণে অনলাইনে ক্লাস হবে শুনে দেশের সকল শিক্ষার্থীদের মাঝে ফ্রিতে এমবি দান করবেন তিনি। বিছানায় শুয়ে শুয়ে এক ফেসবুক লাইভে তাতেম বলেন, 'শিক্ষাজীবনে এমন একটা সুযোগের অভাবে আমি অনেক ঘুম মিস করেছি। আমি চাই না সুযোগ পেয়েও এখনকার শিক্ষার্থীরা ঘুম মিস করুক। তাদের যেন এমবি কেনার জন্যও বিছানা ছাড়তে না হয়, সে ব্যবস্থা আমি করবো। জীবনে অনেক ঘুম মিস করায় আমি জানি, ঘুমের কত মূল্য।'

এ পর্যায়ে জোশে চলে এসে 'দরকার হলে বাসায় বাসায় ওয়াইফাই কানেকশন দেবো' এমনটা বলার পর তিনি 'না না এইটা এমনিই আবেগে বলছি' বলে কথাটি ফিরিয়ে নেন।

এদিকে তাতেমের ফেসবুক লাইভের নিচে এমবি প্রত্যাশী শিক্ষার্থীরা নিজেদের ফোন নাম্বার দিতে থাকলেও তাতেম, তাতেমের ফেসবুক লাইভ ও তাতেমের ফ্রি এমবি বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একজন নন-ঢাবিয়ানের এমবি দিয়ে ক্লাস না করার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ঢাবিয়ানদের ফেসবুক আইডি থেকে তাতেমের লাইভ 'আগে চান্স পেয়ে দেখান' কমেন্টে সয়লাব হয়ে যায়।

এমন লাইভের পর এই দানবীরের সাথে কথা বলতে আমরা তার বাসায় যাই। ভেতরে ঢুকে তাতেমের ঘরে গিয়ে হটস্পট চাইতে আবো, ঠিক তখনই তাতেমের মা তাতেমকে ঝাড়ু পেটা করতে করতে বলেন, 'হারাম*দা! এমবি কিনে দিছি ক্লাস করার জন্য আর তুই শুয়ে শুয়ে ফেসবুকে লাইভ করে বেড়াস!'

৩৩৩ পঠিত ... ১৮:১৬, জুলাই ০১, ২০২০

Top