ঢাবির অনলাইন ক্লাসে ঢাবির লোগোওয়ালা ওয়েবক্যাম দিয়েই অংশগ্রহণ করতে হবে?

৩৭৮ পঠিত ... ১৭:০৭, জুন ৩০, ২০২০

১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। করোনার মৌসুমে এবার এই দিনেই যেন ডিজিটাল যুগে পা দিচ্ছে ঢাবি, ১ তারিখেই শুরু হচ্ছে ঢাবির অনলাইন ক্লাস। তবে এ নিয়ে দেশের নানান প্রান্তে থাকা মেধাবী ঢাবিয়ানদের মনে উঁকি দিয়েছে নানান প্রশ্ন। অনেকে আবার এই অনলাইন ক্লাসকে সামনে রেখে নিচ্ছেন নানান প্রস্তুতি।

কুমিল্লায় থাকা দুর্যোগ ব্যবস্থাপনার শিক্ষার্থী সইদুল জানালেন, 'ঢাবিতে ক্লাস করার জন্য ঢাবির লোগোওয়ালা ব্যাগ কিনেছি। খাতা-কলমও লোগো বসানো ইউজ করি। কিন্তু অনলাইন ক্লাসে কি লোগো বসানো ওয়েবক্যাম দিয়ে ক্লাস করতে হবে? নিশ্চিত হতে পারছি না। শ্যাডো বা টিএসসিতে যদি লোগো দেয়া ওয়েবক্যাম বিক্রি হয়, সেটা সংগ্রহ করে এরপর ক্লাস করতে চাই।'

ভিডিও অফ করে রেখে প্রক্সি দেয়া যাবে কিনা, এমনটা জানতে চেয়ে সমাজবিজ্ঞানের রুখসানা বলেন, 'নিয়মিত বান্ধবীরাই আমার প্রক্সি দিতো। ১০টার বেশি ক্লাস কোনো সেমিস্টারেই করিনি। সিজিপিএ তো তবু মাশাল্লাহ ভালো। কিন্তু অনলাইন ক্লাসে কি প্রক্সির কোন সিস্টেম আছে? লাইক আমি যদি ভিডিও অফ করে রাখি, অন্য কেউ যদি লেকচার শোনে?'

তবে শিক্ষার্থীদের প্রস্তুতিরও কমতি নেই। ঢাকার মোখলেস জানালেন, অনলাইন ক্লাস করতে নতুন মোবাইল কিনেছেন। নিজের আগের মোবাইলটাকে তেমন একটা স্মার্ট না দাবি করে তিনি বলেন, 'ঢাবির ক্লাস করা একটা সৌভাগ্যের বিষয়। যেনতেন মোবাইল দিয়ে তো আর সেটা করা ঠিক হবে না, মোবাইলকেও হতে হবে যথেষ্ট মেধাবী, আই মিন স্মার্ট।'

এ পর্যায়ে তিনি নতুন কেনা শাওমির লেটেস্ট মডেলের ফোনের একটি ছবি পাঠান। ফোনে ঢাবির লোগোওয়ালা ব্যাক কভারও আমাদের চোখ এড়ায়নি।

তবে অনলাইন ক্লাসকে ঘিরে কিছু শিক্ষার্থীর প্রস্তুতি একেবারেই ব্যতিক্রম। এমনই একজন শিক্ষার্থী সোহেল বললেন, 'ক্লাস টাইমে সবসময়ই আমি টিএসসি, শ্যাডো এইসব জায়গায় থাকি। মাঝেমধ্যে বিজনেস ফ্যাকাল্টির ক্যান্টিন। বাসায় বসে ক্লাস করলেও যেন সেই আমেজটা পাই, সেজন্য বাসার পুরো সেটআপ ক্যাম্পাসের এসব জায়গার সঙ্গে মিল রেখে করছি।' ডাইনিং টেবিলকে টিএসসি, বারান্দাকে শ্যাডো ও বাথরুমকে সুইমিংপুল বানিয়েছেন বলে জানিয়ে তিনি যোগ করেন, 'অনলাইনে ক্লাস করার সময় এসব জায়গায় বসে থাকব। যতই অনলাইন ক্লাস হোক, ঢাবির একটা আমেজ লাগে না?'

তবে এ বিষয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ঢাবিয়ানদের দিয়েছেন গুরুত্বপূর্ণ একটি পরামর্শ- 'ব্রডব্যান্ড না থাকলে আগে মোবাইল ইন্টারনেটে বাফারিং ছাড়া ক্লাস করে দেখান!'

৩৭৮ পঠিত ... ১৭:০৭, জুন ৩০, ২০২০

Top