খোঁচাখুঁচি করে রাস্তা নষ্টের অভিযোগ উঠলো মেহেরপুরবাসীর বিরুদ্ধে

৫৮০ পঠিত ... ১৮:৩৮, জুন ২৯, ২০২০

মেহেরপুরের গাংনীতে সংস্কার করা তিনটি রাস্তার পিচ তুলে ফেলেছে এলাকাবাসী। সংস্কারের ১২ ঘন্টা যেতে না যেতেই এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তারা। যদিও এলাকাবাসী বলছে, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কার্পেটিং করার কিছুক্ষণ পর তা এমনিতেও উঠে যাচ্ছিলো। এলাকার বাচ্চাকাচ্চারা বাকিগুলো খেলতে খেলতে নখ দিয়ে খুঁচিয়ে তুলে ফেলেছে। তবে পাল্টা অভিযোগ করেছে রাস্তাগুলোর কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান জহিরুল ইসলাম কন্সট্রাকশন ফার্ম।

উপজেলা প্রকৌশলীকে পাশে দাঁড় করিয়ে জহিরুল ইসলাম কন্সট্রাকশন ফার্মের সত্ত্বাধিকারী বলেন, 'বাঙালির খোঁচাখুঁচির অভ্যাস আর গেলো না। কেন ভাই, রাস্তা করে দেয়া হয়েছে হাঁটার জন্য, খোঁচাখুঁচির কী দরকার?'

পাশ থেকে স্থানীয় উপজেলা প্রকৌশলী গলা মিলিয়ে বলেন, 'এরা আমার সাথেও খোঁচাখুঁচি করার চেষ্টা করছে। খোঁচা দিয়ে বলছে আমি নাকি ঘুষ খাইছি। অথচ দেখেন, মাত্র ১২ ঘন্টা বয়সের একটা অপরিপক্ক রাস্তাও এদের নিষ্ঠুর হাত-পায়ের খোঁচাখুঁচি থেকে রেহাই পায়নি।'

পুনরায় রাস্তা সংস্কারের বিষয়ে কথা বলতে চাইলে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানটি এলাকাবাসীর কাছে ক্ষতিপূরণ দাবি করে হালকা খোঁচা দিয়ে বলেন, '১২ ঘন্টার মধ্যে যেহেতু রাস্তার কার্পেটিং তুলেই ফেলেছেন, মানে আপনাদের রাস্তার দরকার নাই। তারপরও যদি দরকার হয় পুরো ক্ষতিপূরণ দিলে তবেই রাস্তা হবে। নষ্ট যেহেতু আপনারাই করছেন, ক্ষতিপূরণও আপনারাই দিবেন।'

এ বিষয়টি সম্পর্কে এলজিআরডি মন্ত্রণালয়কে অবহিত করলে তারা ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার নির্দেষ দেয়। এই রাস্তা তুলে ফেলার পেঁছনে প্রয়াত সঙ্গীত শিল্পী আবদুল জব্বারের কোন সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি। কমিটির একজন বলেন, 'পিচ ঢালা পথটাকে ভালোবেসে জব্বার সাহেবের বেঁধে রাখা মনকে উদ্ধার করতেই তার কোন ভক্ত বা প্রেমিকা এমনটি করে থাকতে পারে বলে আমাদের ধারণা।'

৫৮০ পঠিত ... ১৮:৩৮, জুন ২৯, ২০২০

Top